বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ছাত্রকে মারধর করার ঘটনায় পুলিশ শিক্ষককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। দাড়িদহ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রকে মারধর করার ঘটনায় পুলিশ ওই বিদ্যালয়ের শিক্ষক বিমল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করে আজ শুক্রবার জেলহাজতে পাঠিয়েছে।
ছাত্র আবদুল আলীম বলেন, ‘ক্লাসে দুষ্টামি করার কারণে স্যার ডাস্টার দিয়ে তিন-চারটি আঘাত করে। আমি অপরাধ করায় স্যার আমাকে মারতেই পারেন। কিন্তু এ জন্য স্যারকে গ্রেপ্তার করাটা দুঃখজনক।’
এদিকে ওই শিক্ষকের ভাই মলয় কুমার সরকার অভিযোগ করেন, ‘বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি তাঁর নিজের এক আত্মীয়কে বিদ্যালয়ে নিয়োগ দেওয়ার জন্য কৌশলে তাঁর ভাইকে গ্রেপ্তার করিয়েছেন।’
জানা গেছে, ক্লাসে হইচই করার কারণে ৩ এপ্রিল ছাত্র আবদুল আলীমকে শিক্ষক বিমল চন্দ্র সরকার মারধর করে। এ ঘটনা জানতে পেরে ছাত্রের বাবা বাচ্চু মণ্ডল বিদ্যালয়ে এসে ব্যবস্থাপনা কমিটির সদস্যদের কাছে অভিযোগ করে। এ ব্যাপারে লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেওয়া হয়। ইউএনও এই ব্যাপারে শিবগঞ্জ থানাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিলে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু বক্কর বলেন, ‘ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের নির্যাতন করার আগেও অভিযোগ রয়েছে। আর গ্রেপ্তারকৃত শিক্ষকের ভাই যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী জানান, শিশু নির্যাতনের বিষয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
http://www.prothom-alo.com/detail/news/145230
ছাত্র আবদুল আলীম বলেন, ‘ক্লাসে দুষ্টামি করার কারণে স্যার ডাস্টার দিয়ে তিন-চারটি আঘাত করে। আমি অপরাধ করায় স্যার আমাকে মারতেই পারেন। কিন্তু এ জন্য স্যারকে গ্রেপ্তার করাটা দুঃখজনক।’
এদিকে ওই শিক্ষকের ভাই মলয় কুমার সরকার অভিযোগ করেন, ‘বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি তাঁর নিজের এক আত্মীয়কে বিদ্যালয়ে নিয়োগ দেওয়ার জন্য কৌশলে তাঁর ভাইকে গ্রেপ্তার করিয়েছেন।’
জানা গেছে, ক্লাসে হইচই করার কারণে ৩ এপ্রিল ছাত্র আবদুল আলীমকে শিক্ষক বিমল চন্দ্র সরকার মারধর করে। এ ঘটনা জানতে পেরে ছাত্রের বাবা বাচ্চু মণ্ডল বিদ্যালয়ে এসে ব্যবস্থাপনা কমিটির সদস্যদের কাছে অভিযোগ করে। এ ব্যাপারে লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেওয়া হয়। ইউএনও এই ব্যাপারে শিবগঞ্জ থানাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিলে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু বক্কর বলেন, ‘ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের নির্যাতন করার আগেও অভিযোগ রয়েছে। আর গ্রেপ্তারকৃত শিক্ষকের ভাই যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী জানান, শিশু নির্যাতনের বিষয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
http://www.prothom-alo.com/detail/news/145230


11:54 AM
Pedia For Bangladesh
0 comments:
Post a Comment
Thanks For Comment Pediabd Group Web Site. Every Day update News from get PediaBD News. And Update Picture Update All Web Site Visit http://www.yahoobest.com/ or
http://www.pediabd.com/