৬ মন্তব্য
রাজনীতিতে হাতেখড়ি জাতীয় পার্টি দিয়ে। এরপর আওয়ামী লীগ, বিএনপি ও জাসদে যোগ দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপিতে তিনবার করে। আর জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন দুইবার। অন্যবার জাসদে (রব)। রাজনৈতিক ডিগবাজির এই রেকর্ড গড়েছেন জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সামছুল হুদা প্রামাণিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুনট ইউনিয়নের মুসলিম লীগ নেতা বেলায়েত হোসেন প্রামাণিক আশির দশকে জাতীয় পার্টিতে যোগ দেন। বাবার হাত ধরেই বড় ছেলে সামছুল হুদা প্রামাণিকও জাতীয় পার্টির (জাপা) রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামছুল হুদা আওয়ামী লীগের প্রার্থী আবদুর রাজ্জাক আকন্দের হাত ধরে প্রথমবারের মতো দলবদল করে আওয়ামী লীগে যোগদান করেন। এরপর ১৯৮৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সামছুল হুদা জাসদ-মনোনীত প্রার্থী কাজী রাব্বিউল হাসান মোনেমের হাত ধরে ওই দলে যোগ দেন। পরে রাব্বিউল জাপায় যোগ দিলে সামছুল হুদাও জাপায় ফেরেন। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী আবু মো. ইউসুফ খলিলুর রহমান বিজয়ী হলে তিনি বিএনপিতে যোগদান করেন। কিন্তু ১৯৯৬ সালের নির্বাচনে তিনি আবার আওয়ামী লীগে ফেরেন।
১৯৯৭ সালে ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর বিএনপির স্থানীয় সাংসদ আবু ইউসুফ মো. খলিলুর রহমানের সঙ্গে তাঁর সুসম্পর্ক গড়ে ওঠে। এ কারণে সাংসদের হাত ধরেই তিনি পুনরায় বিএনপিতে ফেরেন। ইউনিয়ন বিএনপির সহসভাপতির দায়িত্বও পান। কিন্তু বিগত জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহাজোট প্রার্থী আওয়ামী লীগের আবু সাঈদ আল মাহমুদ স্বপনের হাত ধরে তিনি আবারও আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে সারা জীবন আওয়ামী লীগের হয়ে কাজ করার অঙ্গীকার করেন। কিন্তু শেষ পর্যন্ত কথা রাখতে পারেননি। আসছে ইউপি নির্বাচনকে সামনে রেখে তিনি আবারও বিএনপিতে ফিরেছেন। গত রোববার বিকেলে বিএনপিদলীয় স্থানীয় সাংসদ গোলাম মোস্তফার হাত ধরে তিনি তৃতীয় বারের মতো আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। যোগদান উপলক্ষে রোববার স্থানীয় বিএনপির (একাংশ) পক্ষ থেকে বের করা হয় বিরাট মোটরসাইকেল শোভাযাত্রা। নির্মাণ করা হয় বেশ কয়েকটি তোরণ। অনুষ্ঠানে আগত নেতা-কর্মীদের আপ্যায়নে জবাই করা হয়েছিল বেশ কয়েকটি খাসি। সাংসদ গোলাম মোস্তফা অনুষ্ঠানে বলেন, ‘ঘরের ছেলে ঘরে ফিরেছে। সামছুল হুদা দলে ফিরে আসায় পুনট ইউনিয়ন বিএনপি আরও শক্তিশালী হলো।’
খোঁজ নিয়ে জানা গেছে, সর্বশেষ আওয়ামী লীগে যোগদান করেই তিনি পুনট ইউপির নির্বাচনে দলীয় সমর্থন পেতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবু সাঈদ আল মাহমুদের কাছে আবদার করেন। কিন্তু ওই আবদার পূরণ হয়নি। ওই ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুসকে আগামী ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। ওই ঘোষণার পর ছামছুল হুদা বিএনপিতে ডিগবাজি দেওয়ার সিদ্ধান্ত নেন।
পুনট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও কালাই উপজেলা বিএনপির সভাপতি (সাংসদ মোজাহার আলীর সমর্থিত) ইব্রাহীম হোসেন ফকির বলেন, ‘দলবাজিতে সামছুল হুদা বিশ্ব চাম্পিয়ন। নীতি-আদর্শ বলে তাঁর কিছু নেই।’ পুনট ইউপির চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস ফকির বলেন, ‘তিনি একজন সুযোগসন্ধানী নেতা। এক কথায় তিনি ডিগবাজিতে চ্যাম্পিয়ন।’ কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন বলেন, ‘তাঁর মতো একজন আদর্শহীন নেতাকে আওয়ামী লীগের মতো আদর্শ-ঐতিহ্যের দলে নেওয়ায় দলের অনেকেই বিব্রত হয়েছিলেন। দল থেকে চলে যাওয়ায় ক্ষতি তো দূরে থাক, বরং অপবাদ থেকে দল নিষ্কৃতি পেয়েছে।’
এ বিষয়ে সামছুল হুদা বলেন, ‘সারা জীবন বিএনপির জন্য কাজ করলেও কিছু নেতার অপবাদের কারণে বিএনপি ছেড়েছিলাম। আর বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে নানা প্রলোভন দিয়ে আমাকে আওয়ামী লীগে যোগদান করানো হয়। কিন্তু নেতাদের সবই ফাঁকা বুলি। দুই বছরে আমাকে কিছুই দেয়নি আওয়ামী লীগ। ইউনিয়ন পরিষদের মতো স্থানীয় রাজনীতি করি। রাজনৈতিক কৌশল আর সুবিধা-অসুবিধা বুঝেই দলবদল করতে হয়। সময়ের প্রয়োজনে একেকজন মানুষ ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের আদর্শে অনুপ্রাণিত হতেই পারে। আদর্শে অনুপ্রাণিত হয়ে একাধিক বার দলবদল দোষের কিছু নয়।’
পাঠকের মন্তব্য
Ahmed Nashfi
২০১১.০৪.১২ ০২:১৮
ইনিই আমাদের আজকের রাজনীতির রোল মডেল...
এদের গায়ের চামড়া গন্ডারের চাইতে ১০ গুণ শক্ত...
নির্লজ্জ!
Mohammad Asaduzzaman
২০১১.০৪.১২ ০৭:৫৬
Mr. Shamsul Huda you, are great!
Mohammad Asaduzzaman
২০১১.০৪.১২ ০৭:৫৮
Mr. Shamsul Huda Promanik, you are great!
Rezaul
২০১১.০৪.১২ ০৮:২১
We have lots of record and now one more !
Saikat Saha
২০১১.০৪.১২ ০৯:৩১
বাংলাদেশের জাতীয় সংহতির মূর্ত প্রতীক!!!
syed
২০১১.০৪.১২ ০৯:৩২
সময়ের পরয়যজন না নিজের পরয়জন?? হা হা হা
News Source http://www.prothom-alo.com/detail/date/2011-04-12/news/146092
0 comments:
Post a Comment
Thanks For Comment Pediabd Group Web Site. Every Day update News from get PediaBD News. And Update Picture Update All Web Site Visit http://www.yahoobest.com/ or
http://www.pediabd.com/