বিপুল আনন্দ আর উত্সবের মধ্যে দিয়ে আজ বৃহস্পতিবার দেশ জুড়ে পালিত হচ্ছে পয়লা বৈশাখ। নতুন বছরের প্রথম দিনে দেশ জুড়ে চলছে বিভিন্ন উত্সব আর অনুষ্ঠান। দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিরা বর্ষবরণের খবর পাঠিয়েছেন।
বরিশাল: বরিশাল নগরে আজ বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষ সূর্য ওঠার আগেই ভিড় জমায় ব্রজমোহন বিদ্যালয় (বিএম স্কুল) প্রাঙ্গণের তমাল তলায়। উদীচী, বরিশাল নাটক ও চারুকলা বিদ্যালয়সহ নগরের সব সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা ভোর থেকেই বর্ষবরণের উত্সবে যোগ দেন। তাঁরা প্রভাতী অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে আশা দর্শনার্থীদের হাতে তুলে দেন নানা উপকরণ। কেউ কেউ ছোট্ট শিশুদের মাথায় টোপর পরিয়ে দেন, কেউবা হাতে রাখি পরিয়ে দেন। অন্যদিকে সরবরাহ করা হয় হাতপাখা ও শোভাযাত্রার অন্যান্য সামগ্রী। মঙ্গল শোভাযাত্রার জন্য আগেই রাস্তায় রাখা হয় চারুকলায় তৈরি বড় কুমির, লক্ষ্মী প্যাঁচা, পাখি, ঘোড়া, পালকিসহ শোভাযাত্রারা অন্যান্য উপকরণ। খুদে চারুশিল্পীরা নববর্ষের শুভেচ্ছা এঁকে দেয়। সব মিলে আলোকিত ও নান্দনিক হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ।
চাঁদপুর: সকালে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহরের মোড়ে মোড়ে সংগীত পরিবেশন ও আনন্দ শোভাযাত্রা বের করে। সকাল সাতটায় জেলা পুলিশ প্রশাসন পুলিশ লাইনে পান্তা-ইলিশ, চাঁদপুর প্রেসক্লাবে দই-মিষ্টি-চিঁড়া-মুড়ি-খই খাওয়া এবং জেলা প্রশাসন বর্ণাঢ্য শোভাযাত্রা, শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা-ইলিশের আয়োজন করে। এ ছাড়া সংগীত নিকেতন, উদীচী, অঙ্কুর কচি-কাঁচার মেলাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বর্ষবরণের নানা কর্মসূচি পালন করছে।
গোপালগঞ্জ: সকাল সাতটায় জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমী চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন শুরু হয়। জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন অনুষ্ঠানের উদ্বোধন করেন। ত্রিবেণী, নৃত্যকলাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা শহরে পৃথক শোভাযাত্রা বের করে।
ঝিনাইদহ: শহরে সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ওয়াজির হাইস্কুল মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেয়।
নীলফামারী: জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব সংগঠনসহ বিভিন্ন পাড়া-মহল্লায় দিবসটি পালনে পৃথক কর্মসূচি নেওয়া হয়। এসবের মধ্যে ছিল শোভাযাত্রা, পান্তা-ইলিশ উত্সব, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লাঠি খেলা, হাডুডু খেলা, ছি-ভুড়িসহ গ্রামবাংলার বিলুপ্তপ্রায় খেলাধুলা। দলমত-নির্বিশেষে শহরের সর্বস্তরের মানুষ এসব অনুষ্ঠানে অংশ নেয়।
পটুয়াখালী: পটুয়াখালীতে আনন্দঘন পরিবেশে বাংলা নতুন বর্ষবরণ উত্সব পালিত হচ্ছে। সকাল সাতটায় সার্কিট হাউস চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে খেলাঘর আসরের আয়োজনে শহরে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
রাজবাড়ী: বর্ষবরণে চলছে নানা আয়োজন। সকাল সাড়ে ছয়টায় জেলা প্রশাসক আম্রকানন থেকে জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে বাঙালির ঐতিহ্যের বিভিন্ন উপকরণ নিয়ে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বরগুনা: পয়লা বৈশাখকে বরণ করতে আজ সকালে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরগুনার ঐতিহ্যবাহী শিমুলতলা প্রাঙ্গণে চিঁড়া, মুড়ি, গুড় ও তরমুজ দিয়ে অভ্যাগতদের আপ্যায়নের মধ্য দিয়ে শুরু হয় নতুন বর্ষবরণের পালা। পরে নৃত্যের তালে তালে শিল্পীরা ‘এসো হে বৈশাখ’ গান গেয়ে বর্ষবরণের সূচনা করেন। এ উপলক্ষে শিমুলতলায় আয়োজন করা হয়েছে পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলার।
News Source http://www.prothom-alo.com/detail/date/2011-04-14/news/146747
বরিশাল: বরিশাল নগরে আজ বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষ সূর্য ওঠার আগেই ভিড় জমায় ব্রজমোহন বিদ্যালয় (বিএম স্কুল) প্রাঙ্গণের তমাল তলায়। উদীচী, বরিশাল নাটক ও চারুকলা বিদ্যালয়সহ নগরের সব সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা ভোর থেকেই বর্ষবরণের উত্সবে যোগ দেন। তাঁরা প্রভাতী অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে আশা দর্শনার্থীদের হাতে তুলে দেন নানা উপকরণ। কেউ কেউ ছোট্ট শিশুদের মাথায় টোপর পরিয়ে দেন, কেউবা হাতে রাখি পরিয়ে দেন। অন্যদিকে সরবরাহ করা হয় হাতপাখা ও শোভাযাত্রার অন্যান্য সামগ্রী। মঙ্গল শোভাযাত্রার জন্য আগেই রাস্তায় রাখা হয় চারুকলায় তৈরি বড় কুমির, লক্ষ্মী প্যাঁচা, পাখি, ঘোড়া, পালকিসহ শোভাযাত্রারা অন্যান্য উপকরণ। খুদে চারুশিল্পীরা নববর্ষের শুভেচ্ছা এঁকে দেয়। সব মিলে আলোকিত ও নান্দনিক হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ।
চাঁদপুর: সকালে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহরের মোড়ে মোড়ে সংগীত পরিবেশন ও আনন্দ শোভাযাত্রা বের করে। সকাল সাতটায় জেলা পুলিশ প্রশাসন পুলিশ লাইনে পান্তা-ইলিশ, চাঁদপুর প্রেসক্লাবে দই-মিষ্টি-চিঁড়া-মুড়ি-খই খাওয়া এবং জেলা প্রশাসন বর্ণাঢ্য শোভাযাত্রা, শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা-ইলিশের আয়োজন করে। এ ছাড়া সংগীত নিকেতন, উদীচী, অঙ্কুর কচি-কাঁচার মেলাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বর্ষবরণের নানা কর্মসূচি পালন করছে।
গোপালগঞ্জ: সকাল সাতটায় জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমী চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন শুরু হয়। জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন অনুষ্ঠানের উদ্বোধন করেন। ত্রিবেণী, নৃত্যকলাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা শহরে পৃথক শোভাযাত্রা বের করে।
ঝিনাইদহ: শহরে সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ওয়াজির হাইস্কুল মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেয়।
নীলফামারী: জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব সংগঠনসহ বিভিন্ন পাড়া-মহল্লায় দিবসটি পালনে পৃথক কর্মসূচি নেওয়া হয়। এসবের মধ্যে ছিল শোভাযাত্রা, পান্তা-ইলিশ উত্সব, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লাঠি খেলা, হাডুডু খেলা, ছি-ভুড়িসহ গ্রামবাংলার বিলুপ্তপ্রায় খেলাধুলা। দলমত-নির্বিশেষে শহরের সর্বস্তরের মানুষ এসব অনুষ্ঠানে অংশ নেয়।
পটুয়াখালী: পটুয়াখালীতে আনন্দঘন পরিবেশে বাংলা নতুন বর্ষবরণ উত্সব পালিত হচ্ছে। সকাল সাতটায় সার্কিট হাউস চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে খেলাঘর আসরের আয়োজনে শহরে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
রাজবাড়ী: বর্ষবরণে চলছে নানা আয়োজন। সকাল সাড়ে ছয়টায় জেলা প্রশাসক আম্রকানন থেকে জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে বাঙালির ঐতিহ্যের বিভিন্ন উপকরণ নিয়ে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বরগুনা: পয়লা বৈশাখকে বরণ করতে আজ সকালে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরগুনার ঐতিহ্যবাহী শিমুলতলা প্রাঙ্গণে চিঁড়া, মুড়ি, গুড় ও তরমুজ দিয়ে অভ্যাগতদের আপ্যায়নের মধ্য দিয়ে শুরু হয় নতুন বর্ষবরণের পালা। পরে নৃত্যের তালে তালে শিল্পীরা ‘এসো হে বৈশাখ’ গান গেয়ে বর্ষবরণের সূচনা করেন। এ উপলক্ষে শিমুলতলায় আয়োজন করা হয়েছে পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলার।
News Source http://www.prothom-alo.com/detail/date/2011-04-14/news/146747
0 comments:
Post a Comment
Thanks For Comment Pediabd Group Web Site. Every Day update News from get PediaBD News. And Update Picture Update All Web Site Visit http://www.yahoobest.com/ or
http://www.pediabd.com/