১৭ মন্তব্য

সাকিব আল হাসান ফাইল ছবি
শীর্ষস্থানটা আর ধরে রাখতে পারলেন না সাকিব আল হাসান। বাংলাদেশি অধিনায়ককে পেছনে ফেলে আইসিসির ওয়ানডে সেরা অলরাউন্ডার হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন।
অস্ট্রেলিয়ার সদ্যসমাপ্ত বাংলাদেশ সফরে নজরকাড়া পারফরম্যান্স করার পুরস্কারটা পেলেন ওয়াটসন। তিন ম্যাচে এই অসি ব্যাটসম্যানের সংগ্রহ ২৯৪ রান। এর মধ্যে দ্বিতীয় ম্যাচে রয়েছে অপরাজিত ১৮৫ রানের ইনিংস। গড়েন এক ম্যাচে সর্বোচ্চ ১৫টি ছক্কা হাঁকানোর বিশ্ব রেকর্ড! বল হাতে অবশ্য এতটা সফল হননি ওয়াটসন, শিকার করেন তিনটি উইকেট। ৪২৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ওয়াটসন। দ্বিতীয় স্থানে নেমে আসা সাকিবের পয়েন্ট ৩৮৪।
ওয়ানডে ব্যাটসম্যান ও বোলারদের সেরা দশের তালিকায় বাংলাদেশি কোনো ক্রিকেটারের জায়গা হয়নি। টেস্ট ব্যাটসম্যানদের সেরা দশের তালিকায়ও কেউ নেই। তবে টেস্ট অলরাউন্ডারদের তালিকায় তিন নম্বরে আছেন সাকিব। আর বোলারদের তালিকায় তাঁর অবস্থান অষ্টম।
টেস্ট বোলারদের তালিকায় সাকিবের ঠিক পরে থাকলেও ওয়ানডে বোলারদের তালিকায় শীর্ষস্থানটা ড্যানিয়েল ভেট্টোরির দখলে। আর ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় সবার ওপরে আছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। ওয়েবসাইট।
SongSoptok
২০১১.০৪.১৫ ১২:৪৩
Congretulation Watson.
Md. Mahabubur Rahman
২০১১.০৪.১৫ ১২:৪৩
যোগ্য মানুষের কাছে অবস্থান বুঝিয়ে দেয়াতে আমার দুঃখ একটু কম। তবু দুঃখ আছে, আমি দুঃখিত।
BNLFUK
২০১১.০৪.১৫ ১২:৪৩
Watson is a quality act so he deserve this,congratulations to Watson.
Haibullah shakil
২০১১.০৪.১৫ ১৩:১৯
হায় হায়...সাকিব আবার ও প্রথম হবে এটা ই কামনা।
Tassaddeque Chowdhury
২০১১.০৪.১৫ ১৩:৪৫
May be this is begining of d end,dnt hope so though.Lets see????????
Md. Mosleh Uddin
২০১১.০৪.১৫ ১৩:৫৩
this is great news for sakib because now he is not the best player of the world. u must go down more & more.
Bijoy
২০১১.০৪.১৫ ১৪:০৩
This is normal result. ...
syed asheq md. zebal
২০১১.০৪.১৫ ১৪:০৬
একটা বিষয় নিয়ে আর কত ??
এবার দয়া করে চুপ করুন.। একটা # ১ র্যাঙ্কিং যা করা হচ্ছে।
এখন এটা বেশি হচ্ছে। প্লিজ আর না কারন বহুদুর যেতে হবে আরো অনেকদূর ।
Nafee Ibna Zahid
২০১১.০৪.১৫ ১৪:১৪
ওয়াটসন সাকিবের চেয়ে অনেক ভালো । সাকিবও একজন অসাধারণ ক্রিকেটার , তবে আমি নিকট ভবিষ্যতে ওঁর আরও পতন দেখতে পাচ্ছি । আশা করি আমার ভবিষ্যতবাণী ভুল প্রমাণিত হবে ।
২০১১.০৪.১৫ ১৫:২০
সাকিবের রান করাটা খুব জরুরি। ইদানিং রান করতে তার খুব বেগ পেতে দেখছি। বল ও ভাল করছে না। মানে তার মানের বোলার এর মত না । শীর্ষস্থানটা আবার ফিরে পাবে তুমি আমি জানি। আমরা তোমার সাথে আছি।
Vola Mon
২০১১.০৪.১৫ ১৫:২২
This is the reality. I think that he is not capable for this position.
News Source http://www.prothom-alo.com/detail/date/2011-04-14/news/146757
0 comments:
Post a Comment
Thanks For Comment Pediabd Group Web Site. Every Day update News from get PediaBD News. And Update Picture Update All Web Site Visit http://www.yahoobest.com/ or
http://www.pediabd.com/