নববর্ষকে বরণ করে নিতে রাজধানীর বিভিন্ন স্থানে ‘বৈশাখী’ কেনাকাটা চলছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের রাস্তায় চুরি কিনছেন এক ক্রেতা
ছবি: প্রথম আলোএবার ঢাকা মহানগরের ১৭৫টি স্থানে পয়লা বৈশাখের অনুষ্ঠান হবে। এসব স্থানের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সারা দেশে বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩৩ হাজার সদস্য মোতায়েন করা হবে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত পয়লা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম সংশ্লিষ্ট এক বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এবার ঢাকা মহানগরে ১৭৫টি স্থানে পয়লা বৈশাখের অনুষ্ঠান হবে। এসব জায়গায় নিরাপত্তাবেষ্টনী গড়ে তুলতে সিসিটিভি, ক্যামেরাসহ তল্লাশি করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বিভিন্ন বিপণিবিতান ও দোকানে যেখানে হালখাতা হবে, সেখানেও নিরাপত্তা জোরদার করা হবে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের এসব অনুষ্ঠানে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকবে।
প্রতিমন্ত্রী বলেন, রাজধানীসহ সারা দেশে পয়লা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানে ধূমপান থেকে বিরত থাকতে হবে। কেউ যেন দেশলাই বা লাইটার সঙ্গে না রাখে সে ব্যাপারে অনুরোধ জানান তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর নববর্ষের বৃহৎ অনুষ্ঠান হয় রমনার বটমূলে। সংবাদমাধ্যমসহ ভিভিআইপিদের সবার গাড়ি নির্দিষ্ট স্থানে রাখতে হবে। রমনা বটমূলে কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। এখানে অনুষ্ঠান ঘিরে মহানগর ট্রাফিক বিভাগ গাড়ি চলাচলের যে নির্দেশনা দিয়েছে, তা যথাযথভাবে মেনে চলতে হবে। রমনা পার্কের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ছাড়া কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। ভিআইপিদের জন্য পার্কের উত্তর দিকের গেটটি ব্যবহার করতে পারবে। এখানে আগত দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত পানি, বিদ্যুৎ, স্যানিটেশন-ব্যবস্থা নিশ্চিত করতে সিটি করপোরেশনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইউনুসুর রহমান, যুগ্ম সচিব কামাল উদ্দিন আহমেদ, আইজিপি হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক মোকলেছুর রহমানসহ সিআইডি, এসবি, ডিজিএফআই, বিজিবি ও কোস্টগার্ডের ঊর্ধ্বতন
News Source http://www.prothom-alo.com/detail/date/2011-04-13/news/146350
0 comments:
Post a Comment
Thanks For Comment Pediabd Group Web Site. Every Day update News from get PediaBD News. And Update Picture Update All Web Site Visit http://www.yahoobest.com/ or
http://www.pediabd.com/