মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পারিবারিক আয় ২০১০ সালে তার আগের বছরের তুলনায় কিছুটা কমেছে। গত বছর প্রেসিডেন্ট ওবামা ও ফার্স্ব লেডি মিশেল ওবামার পারিবারিক আয় ছিল ১৮ লাখ ডলার। আয়ের বেশির ভাগই ওবামার বিক্রীত বই থেকে এসেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ওবামা বছরে তিন লাখ ৯৫ হাজার ডলার সম্মানী পেয়ে থাকেন।
গতকাল সোমবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট পরিবার ২০১০ সালের জন্য পাঁচ লাখ ডলারের বেশি কর পরিশোধ করেছেন। গত বছর বিভিন্ন জনকল্যাণকর কাজে তাঁদের পারিবারিক অনুদানের পরিমাণ ছিল দুই লাখ ৪৫ হাজার ডলার। ২০০৯ সালে ওবামা পরিবারের বার্ষিক আয় ছিল ৫৫ লাখ ডলার।
বার্ষিক কর বিবরণীতে বারাক ওবামার পেশা হিসেবে ‘প্রেসিডেন্ট’ ও ‘লেখক’ লেখা হয়। ১৯৯৫ সালে প্রেসিডেন্ট ওবামা ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’ নামে গ্রন্থ লিখে সাড়া জাগান। বইটি সারা বিশ্বে বহু বিক্রীত আত্মজীবনীমূলক বইয়ের তালিকায় অন্যতম।
২০০৬ সালে বারাক ওবামার লেখা ‘দ্য ওডাসিটি অব হোপ’ বইটিও বেশ সাড়া ফেলেছিল। এ ছাড়া প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মেয়েদের উদ্দেশ করে লেখেন ‘অব দিই আই সিং: এ লেটার টু মাই ডটার’। এ বইটিও যুক্তরাষ্ট্রের বাজারে বহু বিক্রীত বই হিসেবে স্বীকৃতি পায়।
২০১০ সালে ৩৬টি জনকল্যাণকর সংস্থার জন্য প্রেসিডেন্ট ওবামা পরিবার ব্যক্তিগত অনুদান প্রদান করেছেন। সবচেয়ে বড় অনুদান দিয়েছেন ফিশার হাউস ফাউন্ডেশনকে এক লাখ ৩১ হাজার ডলার। সংগঠনটি মার্কিন যুদ্ধাহত সেনাদের কল্যাণে কাজ করে।
বার্ষিক কর বিবরণীতে বারাক ওবামার পেশা হিসেবে ‘প্রেসিডেন্ট’ ও ‘লেখক’ লেখা হয়। ১৯৯৫ সালে প্রেসিডেন্ট ওবামা ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’ নামে গ্রন্থ লিখে সাড়া জাগান। বইটি সারা বিশ্বে বহু বিক্রীত আত্মজীবনীমূলক বইয়ের তালিকায় অন্যতম।
২০০৬ সালে বারাক ওবামার লেখা ‘দ্য ওডাসিটি অব হোপ’ বইটিও বেশ সাড়া ফেলেছিল। এ ছাড়া প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মেয়েদের উদ্দেশ করে লেখেন ‘অব দিই আই সিং: এ লেটার টু মাই ডটার’। এ বইটিও যুক্তরাষ্ট্রের বাজারে বহু বিক্রীত বই হিসেবে স্বীকৃতি পায়।
২০১০ সালে ৩৬টি জনকল্যাণকর সংস্থার জন্য প্রেসিডেন্ট ওবামা পরিবার ব্যক্তিগত অনুদান প্রদান করেছেন। সবচেয়ে বড় অনুদান দিয়েছেন ফিশার হাউস ফাউন্ডেশনকে এক লাখ ৩১ হাজার ডলার। সংগঠনটি মার্কিন যুদ্ধাহত সেনাদের কল্যাণে কাজ করে।
পাঠকের মন্তব্য
-
Ghum Bibek
২০১১.০৪.১৯ ১১:৩৯ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আয় বেশী কিন্তু তার পরও সম্পদ কমই থাকে কিন্তু আমাদের দেশের সরকার প্রধানদের আয় কম থাকে কিন্তু সম্পদ এত বাড়ে কিভাবে; তাহলে কি বাংলাদেশের আয়ে বরকত বেশী।
-
share businessman
২০১১.০৪.১৯ ১২:০১ - কমলে কি আর না কমলে কি !!!
-
Wang
২০১১.০৪.১৯ ১৩:০৫ - আমাদের আয় বেড়েছে। আগে ছিল ১২০০টাকা (অভারটাইম সহ ১৮০০টাকা), আর এখন ৩০০০টাকা।
0 comments:
Post a Comment
Thanks For Comment Pediabd Group Web Site. Every Day update News from get PediaBD News. And Update Picture Update All Web Site Visit http://www.yahoobest.com/ or
http://www.pediabd.com/