১ মন্তব্য
পুঁজিবাজারে আজ রোববার শুরুটা ভালো হলেও শেষটা ভালো হয়নি। সপ্তাহের প্রথম কর্মদিবসের লেনদেনে দুই এক্সচেঞ্জেই সূচকের সঙ্গে লেনদেনও কমেছে। টানা তিন দিন বন্ধ থাকার পর আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে সূচক ৫০ পয়েন্টের বেশি বেড়ে যায়। তবে দিন শেষে সূচক কিছুটা কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনে দিনভর একই চিত্র দেখা গেছে।
আজ ডিএসইতে দিনের লেনদেন শেষে সাধারণ মূল্যসূচক ৩৯.৩৭ পয়েন্ট কমে ৬,৩৪৬.৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ মোট লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের। মোট লেনদেন হয়েছে ৭৪৩ কোটি টাকার, যা গত বুধবারের চেয়ে ১১২ কোটি টাকা কম।
আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বিএসআরএম স্টিল, মালেক স্পিনিং, আফতাব অটো, বেক্সিমকো, আরএন স্পিনিং, বেক্সটেক্স, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তিতাস গ্যাস, অ্যাকটিভ ফাইন ও অলিম্পিক।
আজ ডিএসইতে সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেনের ১৫ মিনিটের দিকে সূচক ২৭ পয়েন্ট বাড়ে। এরপর সূচক ধীরে ধীরে বাড়তে থাকে। তবে বেলা একটার পর থেকে সূচক কমতে থাকে। ফলে দিনের লেনদেন শেষে সূচক কিছুটা কমে যায়।
আজ সিএসইতে সূচক ১১৮.৫৩ পয়েন্ট কমে ১৪,৭২৭.৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ মোট লেনদেন হওয়া ২০৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের। মোট লেনদেন হয়েছে ৭৬ কোটি টাকার।
পাঠকের মন্তব্য
Ayub
২০১১.০৪.১৭ ১২:৪৭
SOME PEOPLE USING STOCK MARKET FOR PROFIT ONLY.
0 comments:
Post a Comment
Thanks For Comment Pediabd Group Web Site. Every Day update News from get PediaBD News. And Update Picture Update All Web Site Visit http://www.yahoobest.com/ or
http://www.pediabd.com/