২৩ মন্তব্য
বাংলাদেশ সফরের তৃতীয় ও শেষ ওয়ানডের শুরুতেই গত ম্যাচের মতোই ঝড় তুলেছিলেন শেন ওয়াটসন। রিকি পন্টিংকে সঙ্গে নিয়ে গড়েছিলেন ১১০ রানের উদ্বোধনী জুটি। খেলেছেন ৪০ বলে ৭২ রানের ঝোড়ো ইনিংস। আর শেষে মাইক হাসির অসাধারণ এক সেঞ্চুরির (১০৮) সুবাদে বাংলাদেশকে ৩৬১ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। প্রথম ১২ ওভারেই দুই অসি ওপেনার শেন ওয়াটসন ও রিকি পন্টিং তুলেছিলেন ১১০ রান। গত ম্যাচের মতো বিধ্বংসী চেহারা ধারণ করার আগেই ওয়াটসন ও রিকি পন্টিংকে (৪৭) সাজঘরে পাঠিয়ে বাংলাদেশ-শিবিরে কিছুটা স্বস্তি ফিরিয়েছিলেন আবদুর রাজ্জাক। তিন ওভার পরে স্টিভেন স্মিথের উইকেটও তুলে নেন সোহরাওয়ার্দী শুভ। কিন্তু চতুর্থ উইকেটে আবারও ৮৯ রানের জুটি গড়ে বাংলাদেশি বোলারদের হতাশায় পোড়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক ও মাইক হাসি। এই জুটি খুব বেশি বিপদজনক হয়ে ওঠার আগেই অসি শিবিরে আঘাত হেনেছিলেন মাশরাফি বিন মোর্তজা। টানা দুই ওভারে তুলে নিয়েছেন মাইকেল ক্লার্ক ও কালাম ফার্গুসনের উইকেট। ষষ্ঠ উইকেট জুটিতে আবারও ৭০ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের পথে নিয়ে যান হাসি ও মিচেল জনসন। শেষ পর্যন্ত জনসন ৪১ ও মাইক হাসি ১০৮ রান করে সাজঘরে ফিরলেও জন হেস্টিংসের ৯ বলে ২১ রানের ঝোড়ো ইনিংসটির সুবাদে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ৩৬১ রানে।
বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন মাশরাফি ও রাজ্জাক। ১টি করে উইকেট পেয়েছেন শফিউল ইসলাম ও সোহরাওয়ার্দী শুভ।
পাঠকের মন্তব্য
বাংলাদেশ
২০১১.০৪.১৩ ১৪:১৬
Australia is beating Bangladeshi Bowler like......
Hossain Ahamed
২০১১.০৪.১৩ ১৪:২২
মাএ ৬ ওভার এর স্কোর দেখে গম ক্ষেতে সরশে ফুল দেখেছি .....।
SYED HASANUJJAMAN ( NAL )
২০১১.০৪.১৩ ১৪:২৪
অস্ট্রেলিয়া ১০০/০ প্রথম ১০ োভারে !!! বাংলাদেশের প্রথম ১০ োভারে ১০০ চাই, প্রয়োজনে ৯ উইকেট যাক.
News Source http://www.prothom-alo.com/detail/date/2011-04-13/news/146492
0 comments:
Post a Comment
Thanks For Comment Pediabd Group Web Site. Every Day update News from get PediaBD News. And Update Picture Update All Web Site Visit http://www.yahoobest.com/ or
http://www.pediabd.com/