সংসদীয় কমিটির কাছে মইনের চিঠি
৭ মন্তব্য
সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংস ঘটনা সম্পর্কে সংসদীয় কমিটির কাছে লিখিত বক্তব্য দিয়েছেন। মইন উ আহমেদের ভাই সালাউদ্দিন আহমেদ আজ বুধবার সংসদ ভবনে সংসদীয় কমিটির সভাপতির একান্ত সচিব নাইমুল আজম খানের কাছে চিঠিটি পৌঁছে দেন। তিন পৃষ্ঠার ওই চিঠিতে জেনারেল মইন ওই সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা তুলে ধরেন।
চিঠির শুরুতেই মইন ইউ আহমেদ বলেন, জটিল কিডনি ও হূদরোগে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিত্সাধীন। অসুস্থতার কারণে বর্তমানে দীর্ঘপথ ভ্রমণ করে তাঁর পক্ষে দেশে আসা সম্ভব নয়। তাই সংসদীয় উপকমিটির সভাতেও তিনি যোগ দিতে পারছেন না। এ জন্য তিনি লিখিতভাবে তাঁর বক্তব্য পাঠিয়েছেন।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র, শিক্ষক ও সেনাসদস্যের মধ্যে সহিংস ঘটনা ঘটে। এ ঘটনা তদন্তে শিক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় উপকমিটির সভায় তাঁকে ডাকা হয়েছিল। ১৮ এপ্রিল অনুষ্ঠেয় এ সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদকেও ডাকা হয়।
চিঠিপ্রাপ্তির কথা স্বীকার করে উপকমিটির প্রধান রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, মইন উ আহমেদের ভাই তাঁর বক্তব্য ও স্বাক্ষরসংবলিত চিঠিটি সংসদীয় কমিটিতে পৌঁছে দিয়েছেন। ১৮ এপ্রিল সংসদীয় কমিটির সভায় এ নিয়ে আলোচনা হবে।
চিঠিতে ওই ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করে মইন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ঘটনার সময় সাধারণ নাগরিকদের জানমাল সম্পদ রক্ষা এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করেই সেনাবাহিনীকে নামতে হয়েছিল। ওই সময়ের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বৈঠক করে এ ব্যাপারে নির্দেশনা দেন।
পাঠকের মন্তব্য
jahangir
২০১১.০৪.১৩ ২০:২৪
সরকার চায় না আমরা শান্তিতে থাকি কারন বিগত তত্বাবধায়ক সরকারের সময় আমরা এত শান্তিতে ছিলাম জা ৪০ বছরের ভিতর সেটাই সেরা সময় ছিল । আর এই কারনেই এখন তাদের বিচার করতে হোবে তখন কেন দেশে এত শান্তি বিরাজমান ছিল এটাই তাদের অপরাধ ছিল ।
Md Abu Sayed
২০১১.০৪.১৩ ২০:২৭
He needs to be punished.
N
২০১১.০৪.১৩ ২০:৩৩
০১/১১ এর ভয়াবহ অবসথা আমাদের রাজনিতিকরা ভুলে গেছেন। মানুষের জীনবন নিয়ে ছিনিমিনি খেলা উনাদের অভ্যাসে পরিনত হয়েছে। লাঠি বৈঠা দিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করে সেই লাশের উপর উঠে আননদ করা হয়েছিল। এই ঘটনার জন্য আমাদের রাজনিতিকরা কার কাছে জাবাবদিহি করেছিলেন বা করবেন। কই আমাদের রাজনিতিকরা তো এই ঘটনার জন্য কাউকে চিঠি দিয়ে সংসদে বক্তব্য দেওয়ার জন্য ডাকেন নাই। আর কত ভাওতা বাজি করবেন? মানুষকে আর কত বোকা বানিয়ে রাখবেন?সাধারন মানুষের জীবনের মুল্য কত মূল্য সেটা কি রাজনিতিকরা বলতে পারেন?আপনারা ২ দল বাংলাদেশকে যত শান্তি দেন নাই তার চেয়ে বেশি শান্তিতে থেকেছি বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। দেশ চালাতে পারে না শুধু ফাকা বুলি আওড়ানো।
m r
২০১১.০৪.১৩ ২০:৫০
আমার পরিস্কার মনে আছে মঈন উ. আহমেদ বলেছিল যে, লগিবৈঠার তান্ডবের কারনেই সেনাবাহীনি ও সে তত্বাবধায়ক সরকারের থেকে ক্ষমতা নেয়। এখন বলছে অন্য কথা। লগিবৈঠার কথা বললে হয়তো এখন হাসিনা ঠেংগাবে। কারন আলীগ ই হাসিনার নির্দেশে লগিবৈঠা নিয়ে মাহে নেমেছিল।
২০১১.০৪.১৩ ২১:০৪
অামরা সাধারণ জনগণ সামরিক শাসনামেলই ভােলা িছলাম। অাবার যদি সেই সময় ফিরে পেতাম !!!!
Asad
২০১১.০৪.১৩ ২১:০৬
মঈণ-ইউ- আহমেদ সাহেব, ান মাল রক্ষায় সেনাবাহিনীকে নামানোর সুযোগে আপনি এবং তত্কালীন হোমরা চোমরারা কত শত হাজার হাজার কোটি টাকা কামিয়েছিলেন, তা কিন্তু বলেননি। সত্য কথা বলার সত্সাহস কি আছে? না নাই। আপনাদের মত লোকদের সত্য কথা বলার সুযোগ চিরতরে হারিয়ে গিয়েছে।
ALAM, NEW YORK
২০১১.০৪.১৩ ২১:২১
Mr. Moin, how many times you lie in a day? Present Gov't is the result of your criminal activities. Why you hiding in USA. Please go back to Bangladesh and say samething in public.You is the most wanted criminal in Bangladesh history. How you want to save yourself but eventually you will get punishment in live from almighty Allah. Then every one will laugh. Wait, days are close to you.
News Sours http://www.prothom-alo.com/detail/date/2011-04-13/news/146509
৭ মন্তব্য
সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংস ঘটনা সম্পর্কে সংসদীয় কমিটির কাছে লিখিত বক্তব্য দিয়েছেন। মইন উ আহমেদের ভাই সালাউদ্দিন আহমেদ আজ বুধবার সংসদ ভবনে সংসদীয় কমিটির সভাপতির একান্ত সচিব নাইমুল আজম খানের কাছে চিঠিটি পৌঁছে দেন। তিন পৃষ্ঠার ওই চিঠিতে জেনারেল মইন ওই সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা তুলে ধরেন।
চিঠির শুরুতেই মইন ইউ আহমেদ বলেন, জটিল কিডনি ও হূদরোগে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিত্সাধীন। অসুস্থতার কারণে বর্তমানে দীর্ঘপথ ভ্রমণ করে তাঁর পক্ষে দেশে আসা সম্ভব নয়। তাই সংসদীয় উপকমিটির সভাতেও তিনি যোগ দিতে পারছেন না। এ জন্য তিনি লিখিতভাবে তাঁর বক্তব্য পাঠিয়েছেন।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র, শিক্ষক ও সেনাসদস্যের মধ্যে সহিংস ঘটনা ঘটে। এ ঘটনা তদন্তে শিক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় উপকমিটির সভায় তাঁকে ডাকা হয়েছিল। ১৮ এপ্রিল অনুষ্ঠেয় এ সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদকেও ডাকা হয়।
চিঠিপ্রাপ্তির কথা স্বীকার করে উপকমিটির প্রধান রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, মইন উ আহমেদের ভাই তাঁর বক্তব্য ও স্বাক্ষরসংবলিত চিঠিটি সংসদীয় কমিটিতে পৌঁছে দিয়েছেন। ১৮ এপ্রিল সংসদীয় কমিটির সভায় এ নিয়ে আলোচনা হবে।
চিঠিতে ওই ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করে মইন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ঘটনার সময় সাধারণ নাগরিকদের জানমাল সম্পদ রক্ষা এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করেই সেনাবাহিনীকে নামতে হয়েছিল। ওই সময়ের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বৈঠক করে এ ব্যাপারে নির্দেশনা দেন।
পাঠকের মন্তব্য
jahangir
২০১১.০৪.১৩ ২০:২৪
সরকার চায় না আমরা শান্তিতে থাকি কারন বিগত তত্বাবধায়ক সরকারের সময় আমরা এত শান্তিতে ছিলাম জা ৪০ বছরের ভিতর সেটাই সেরা সময় ছিল । আর এই কারনেই এখন তাদের বিচার করতে হোবে তখন কেন দেশে এত শান্তি বিরাজমান ছিল এটাই তাদের অপরাধ ছিল ।
Md Abu Sayed
২০১১.০৪.১৩ ২০:২৭
He needs to be punished.
N
২০১১.০৪.১৩ ২০:৩৩
০১/১১ এর ভয়াবহ অবসথা আমাদের রাজনিতিকরা ভুলে গেছেন। মানুষের জীনবন নিয়ে ছিনিমিনি খেলা উনাদের অভ্যাসে পরিনত হয়েছে। লাঠি বৈঠা দিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করে সেই লাশের উপর উঠে আননদ করা হয়েছিল। এই ঘটনার জন্য আমাদের রাজনিতিকরা কার কাছে জাবাবদিহি করেছিলেন বা করবেন। কই আমাদের রাজনিতিকরা তো এই ঘটনার জন্য কাউকে চিঠি দিয়ে সংসদে বক্তব্য দেওয়ার জন্য ডাকেন নাই। আর কত ভাওতা বাজি করবেন? মানুষকে আর কত বোকা বানিয়ে রাখবেন?সাধারন মানুষের জীবনের মুল্য কত মূল্য সেটা কি রাজনিতিকরা বলতে পারেন?আপনারা ২ দল বাংলাদেশকে যত শান্তি দেন নাই তার চেয়ে বেশি শান্তিতে থেকেছি বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। দেশ চালাতে পারে না শুধু ফাকা বুলি আওড়ানো।
m r
২০১১.০৪.১৩ ২০:৫০
আমার পরিস্কার মনে আছে মঈন উ. আহমেদ বলেছিল যে, লগিবৈঠার তান্ডবের কারনেই সেনাবাহীনি ও সে তত্বাবধায়ক সরকারের থেকে ক্ষমতা নেয়। এখন বলছে অন্য কথা। লগিবৈঠার কথা বললে হয়তো এখন হাসিনা ঠেংগাবে। কারন আলীগ ই হাসিনার নির্দেশে লগিবৈঠা নিয়ে মাহে নেমেছিল।
২০১১.০৪.১৩ ২১:০৪
অামরা সাধারণ জনগণ সামরিক শাসনামেলই ভােলা িছলাম। অাবার যদি সেই সময় ফিরে পেতাম !!!!
Asad
২০১১.০৪.১৩ ২১:০৬
মঈণ-ইউ- আহমেদ সাহেব, ান মাল রক্ষায় সেনাবাহিনীকে নামানোর সুযোগে আপনি এবং তত্কালীন হোমরা চোমরারা কত শত হাজার হাজার কোটি টাকা কামিয়েছিলেন, তা কিন্তু বলেননি। সত্য কথা বলার সত্সাহস কি আছে? না নাই। আপনাদের মত লোকদের সত্য কথা বলার সুযোগ চিরতরে হারিয়ে গিয়েছে।
ALAM, NEW YORK
২০১১.০৪.১৩ ২১:২১
Mr. Moin, how many times you lie in a day? Present Gov't is the result of your criminal activities. Why you hiding in USA. Please go back to Bangladesh and say samething in public.You is the most wanted criminal in Bangladesh history. How you want to save yourself but eventually you will get punishment in live from almighty Allah. Then every one will laugh. Wait, days are close to you.
News Sours http://www.prothom-alo.com/detail/date/2011-04-13/news/146509
0 comments:
Post a Comment
Thanks For Comment Pediabd Group Web Site. Every Day update News from get PediaBD News. And Update Picture Update All Web Site Visit http://www.yahoobest.com/ or
http://www.pediabd.com/