
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লিমনের বড় ভাই হেমায়েত হোসেন সুমন। এ সময় লিমনের বাবা তোফাজ্জল হোসেন ও মা হেনোয়ারা বেগম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিমনের বিরুদ্ধে দায়ের করা র্যাবের দুটি ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে তার পরিবার। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবিও জানানো হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, লিমন এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিল। অভাবের সংসারে তিনি কাজ করে পড়াশোনা করতেন। ২৩ মার্চ বিকেলে লিমন তাঁদের বাড়ির ৩০০-৪০০ গজ দূরে মাঠে গরু আনতে যান। এ সময় র্যাব-৮-এর একটি দল তাঁর শার্টের কলার ধরে টেনে-হিঁচড়ে স্থানীয় শহীদ জমাদ্দারের বাড়ির সামনে নিয়ে বাঁ-পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। পরে পঙ্গু হাসপাতালে চিকিত্সকেরা তাঁর বাঁ-পা কেটে ফেলেন।
বক্তব্যে আরও বলা হয়, র্যাবের দাবি, লিমন সন্ত্রাসী। অথচ র্যাবের মহাপরিচালক সম্প্রতি বলেছেন, লিমন ঘটনার শিকার। স্থানীয় লোকজনের আর্থিক সহায়তায় তাঁর চিকিত্সা চলছে। লিমন সন্ত্রাসী হলে মানুষ এভাবে চাঁদা তুলে চিকিত্সা চালাত না।
সংবাদ সম্মেলনে লিমনের ভাই বলেন, লিমনকে গুলি করার পর ১০ এপ্রিল লিমনের মা হেনোয়ারা বেগম ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতে উপসহকারী পরিচালক লুত্ফর রহমানসহ র্যাব-৮-এর ছয় সদস্যের বিরুদ্ধে নালিশি অভিযোগ করেন। আদালত অভিযোগটি মামলা হিসেবে নিতে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। কিন্তু পুলিশ মামলা নেয়নি। র্যাবের সোর্স পরিচয়দানকারী কিছু লোক তাদের পরিবারকে ভয় দেখাচ্ছে। যেসব লোক লিমনের পক্ষে গণমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন তাঁদেরও ভয়ভীতি দেখানো হচ্ছে।
পরিবার লিমনের ভবিষ্যত্ নিয়ে শঙ্কা প্রকাশ করে তাঁর সুচিকিত্সার ব্যবস্থা এবং পঙ্গু লিমনের দায়দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার দাবি জানায়। একই সঙ্গে তাদের দাবি, পুলিশ যেন মামলাটি গ্রহণ করে।
News Source http://www.prothom-alo.com/detail/date/2011-04-23/news/148872
0 comments:
Post a Comment
Thanks For Comment Pediabd Group Web Site. Every Day update News from get PediaBD News. And Update Picture Update All Web Site Visit http://www.yahoobest.com/ or
http://www.pediabd.com/