এলিভেটেড এক্সপ্রেসওয়ে আইনের খসড়া অনুমোদন
শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কারণে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে ব্যাপারে সরকার সজাগ আছে। ক্ষতিগ্রস্তদের ফ্ল্যাট-প্লটসহ উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।
আজ সোমবার সচিবালয়ে তাঁর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রেস সচিব জানান, আজ মন্ত্রিসভা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণ আইন-২০১১-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন করেছে। সরকার উত্তরা থেকে কুতুবখালী পর্যন্ত ২৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের জন্য কুড়িল ও গোলাপবাগ এলাকা ছাড়া খুব বেশি ভূমি অধিগ্রহণের প্রয়োজন হবে না। ক্ষতিপূরণ আদায়ের প্রত্যাশায় প্রকল্প এলাকায় ঘর-বাড়ি তৈরি করা বন্ধ করার জন্য এই আইন প্রণয়নের প্রয়োজন দেখা দিয়েছে।
এ ছাড়া মন্ত্রিসভায় অভিবাসী শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের অধিকার সংরক্ষণে জাতিসংঘের ১৯৯০ সালে গৃহীত কনভেনশনে বাংলাদেশের অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়।
জাতিসংঘ ১৯৯০ সালে অভিবাসী শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের অধিকার সংরক্ষণের জন্যে এই সনদ পাস করে। ১৯৯৮ সালে বাংলাদেশ এই সনদে স্বাক্ষর করে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় চার লাখ শ্রমিক বিদেশে যায়। বর্তমানে বাংলাদেশের ৭০ লাখ শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছে। বাংলাদেশের মোট জাতীয় উত্পাদনে অভিবাসী শ্রমিকদের অবদানের পরিমাণ ১২ শতাংশ।
News Sours http://www.prothom-alo.com/detail/date/2011-04-11/news/145970
শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কারণে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে ব্যাপারে সরকার সজাগ আছে। ক্ষতিগ্রস্তদের ফ্ল্যাট-প্লটসহ উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।
আজ সোমবার সচিবালয়ে তাঁর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রেস সচিব জানান, আজ মন্ত্রিসভা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণ আইন-২০১১-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন করেছে। সরকার উত্তরা থেকে কুতুবখালী পর্যন্ত ২৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের জন্য কুড়িল ও গোলাপবাগ এলাকা ছাড়া খুব বেশি ভূমি অধিগ্রহণের প্রয়োজন হবে না। ক্ষতিপূরণ আদায়ের প্রত্যাশায় প্রকল্প এলাকায় ঘর-বাড়ি তৈরি করা বন্ধ করার জন্য এই আইন প্রণয়নের প্রয়োজন দেখা দিয়েছে।
এ ছাড়া মন্ত্রিসভায় অভিবাসী শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের অধিকার সংরক্ষণে জাতিসংঘের ১৯৯০ সালে গৃহীত কনভেনশনে বাংলাদেশের অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়।
জাতিসংঘ ১৯৯০ সালে অভিবাসী শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের অধিকার সংরক্ষণের জন্যে এই সনদ পাস করে। ১৯৯৮ সালে বাংলাদেশ এই সনদে স্বাক্ষর করে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় চার লাখ শ্রমিক বিদেশে যায়। বর্তমানে বাংলাদেশের ৭০ লাখ শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছে। বাংলাদেশের মোট জাতীয় উত্পাদনে অভিবাসী শ্রমিকদের অবদানের পরিমাণ ১২ শতাংশ।
News Sours http://www.prothom-alo.com/detail/date/2011-04-11/news/145970
0 comments:
Post a Comment
Thanks For Comment Pediabd Group Web Site. Every Day update News from get PediaBD News. And Update Picture Update All Web Site Visit http://www.yahoobest.com/ or
http://www.pediabd.com/