চট্টগ্রাম নগরের কালুরঘাট শিল্প এলাকা ও বাঁশখালী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পোশাকশ্রমিকসহ চারজন নিহত এবং অপর সাতজন আহত হয়েছে। আজ সোমবার সকালে এই দুর্ঘটনা দুটি ঘটে। বাসচাপায় পোশাকশ্রমিকের মৃত্যুর প্রতিবাদে নগরের কালুরঘাট শিল্প এলাকায় বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
কালুরঘাটে নিহত ব্যক্তিরা হলেন আজিম গ্রুপের শ্রমিক শিবু দাস (৩৫) ও দেশ গার্মেন্টসের শিল্পী। আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত ব্যক্তিরা হলেন পাখি বেগম, সুভাস দত্ত, কাজল ধর, তৌহিদুল ইসলাম ও শওকত আলম। তাঁরা সবাই পোশাকশ্রমিক।
পুলিশ জানায়, সকাল সোয়া আটটার দিকে কালুরঘাট আজিম গ্রুপের মালিকানাধীন একটি পোশাক কারখানার শ্রমিকদের বহনকারী বাসের চাপায় দুই পোশাকশ্রমিক নিহত হন। এই ঘটনায় আহত হন আরও পাঁচজন। এর পরপরই উত্তেজিত শ্রমিকেরা বাসটিতে আগুন দেন। পরে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করে কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের একটি গাড়িও তাঁরা ভাঙচুর করেন।
এ প্রসঙ্গে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বলেন, ‘উত্তেজিত শ্রমিকেরা বাসটিতে আগুন দেয় এবং দু-একটি গাড়িতে পাথর নিক্ষেপ করে ভাঙচুর করে। তবে তারা পোশাক কারখানাও ভাঙার উদ্যোগ নিচ্ছিল। আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।’ বাসটি আটক রয়েছে বলে পুলিশ জানায়।
এদিকে, বাঁশখালী উপজেলার পুকুরিয়া এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুজন যাত্রী নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন রাখী (১০) নামের এক শিশু ও তার বাবা আক্কাস উদ্দিন।
জানা গেছে, সকাল আটটার দিকে চট্টগ্রামমুখী একটি বাস পেছন থেকে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই দুজন মারা যায়। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করেছে।
News Sours http://www.prothom-alo.com/detail/date/2011-04-11/news/145955
কালুরঘাটে নিহত ব্যক্তিরা হলেন আজিম গ্রুপের শ্রমিক শিবু দাস (৩৫) ও দেশ গার্মেন্টসের শিল্পী। আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত ব্যক্তিরা হলেন পাখি বেগম, সুভাস দত্ত, কাজল ধর, তৌহিদুল ইসলাম ও শওকত আলম। তাঁরা সবাই পোশাকশ্রমিক।
পুলিশ জানায়, সকাল সোয়া আটটার দিকে কালুরঘাট আজিম গ্রুপের মালিকানাধীন একটি পোশাক কারখানার শ্রমিকদের বহনকারী বাসের চাপায় দুই পোশাকশ্রমিক নিহত হন। এই ঘটনায় আহত হন আরও পাঁচজন। এর পরপরই উত্তেজিত শ্রমিকেরা বাসটিতে আগুন দেন। পরে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করে কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের একটি গাড়িও তাঁরা ভাঙচুর করেন।
এ প্রসঙ্গে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বলেন, ‘উত্তেজিত শ্রমিকেরা বাসটিতে আগুন দেয় এবং দু-একটি গাড়িতে পাথর নিক্ষেপ করে ভাঙচুর করে। তবে তারা পোশাক কারখানাও ভাঙার উদ্যোগ নিচ্ছিল। আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।’ বাসটি আটক রয়েছে বলে পুলিশ জানায়।
এদিকে, বাঁশখালী উপজেলার পুকুরিয়া এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুজন যাত্রী নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন রাখী (১০) নামের এক শিশু ও তার বাবা আক্কাস উদ্দিন।
জানা গেছে, সকাল আটটার দিকে চট্টগ্রামমুখী একটি বাস পেছন থেকে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই দুজন মারা যায়। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করেছে।
News Sours http://www.prothom-alo.com/detail/date/2011-04-11/news/145955
0 comments:
Post a Comment
Thanks For Comment Pediabd Group Web Site. Every Day update News from get PediaBD News. And Update Picture Update All Web Site Visit http://www.yahoobest.com/ or
http://www.pediabd.com/