This News Easily Reading Must Best Your PC needed Windows 7.

MD. ILIAS MALLIK (RUNI) ALL NEWS BY www.prothom-alo.com ALL NEWS BANGLA LANGUAGE WRIGHT. FOR READING EASY FORMULA YOUR PC HAVE BEEN NEEDED WINDOWS 7 WINDOW. THANKS

বাংলা

মোঃ ইলিয়াছ মল্লিক সব NEWS BY www.prothom-alo.com ওয়েব সাইট থেকে নেওয়া । সব নিউস সহজ বাভে পরাড় জন্য আপনার কম্পিউটারে WINDOWS 7 WINDOW. Use করুন । ....

Thursday, April 14, 2011

বর্ষবরণের নানা আয়োজন নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১৪-০৪-২০১১ http://www.prothom-alo.com/detail/date/2011-04-14/news/146531

 রাজধানীজুড়ে আজ বর্ষবরণের নানা আয়োজন। বিভিন্ন রাজনৈতিক সংগঠন দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান নিয়েছে বিস্তারিত কর্মসূচি।
বরাবরের মতোই ছায়ানটের আয়োজনে বর্ষবরণের প্রভাতি গানের আসর বসবে রমনার বটমূলে। অনুষ্ঠানে থাকবে পঞ্চকবির গান, লোকগীতি, আবৃত্তি। বাংলাদেশ বেতার, বিটিভি সরাসরি এই অনুষ্ঠান সম্প্রচার করবে। এ ছাড়া বেশ কয়েকটি স্যাটেলাইট টিভি চ্যানেলও বিটিভি থেকে লিংক নিয়ে অনুষ্ঠানটি সম্প্রচার করবে। এ ছাড়া থাকবে চারুকলা অনুষদের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। এবারের শোভাযাত্রার স্লোগান ‘এসো সত্য এসো সুন্দর এসো মুক্তি’। বাংলা একাডেমী ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন যৌথভাবে একাডেমী প্রাঙ্গণে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা সিটি করপোরেশন ও গ্রামীণফোন। ‘সবুজে থাকুন, কাছে থাকুন’ স্লোগান নিয়ে বিকেল সাড়ে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি চলবে। বেস্টওয়ে গ্রুপের অনলাইন রেডিও শহীদ মিনার চত্বর থেকে আজ সকাল নয়টায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে।
জাতীয় কবিতা পরিষদ বিকেল চারটায় পাবলিক লাইব্রেরির উন্মুক্ত মঞ্চে কবিতা উৎসবের আয়োজন করেছে। সকাল নয়টায় মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, লোকগান ও বাউলগান অনুষ্ঠিত হবে জাদুঘর প্রাঙ্গণে। শিল্পকলা একাডেমীর উদ্যোগে সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আজ থেকে তিন দিনব্যাপী মেলার আয়োজন করেছে।
কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা ৩৭/এ সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা ভবনে পিঠা উৎসব ও আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছে। খেলাঘর ঢাকা মহানগর সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিশুদের পরিবেশনায় গান, নাচ, আবৃত্তি, অভিনয়সহ নানা পরিবেশনার উদ্যোগ নিয়েছে।
বৈশাখী খো খো খেলার উৎসব-১৪১৮ অনুষ্ঠিত হবে বেলা তিনটায় পল্টন ময়দানে। খেলাধুলার এই আয়োজন করেছে বাংলাদেশ খো খো ফেডারেশন।
সংস্কৃতি বিকাশ কেন্দ্র সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রথম পর্বের অনুষ্ঠান সকাল নয়টা থেকে ১১টা পর্যন্ত এবং দ্বিতীয় পর্বের অনুষ্ঠান বিকেল পাঁচটা থেকে গভীর রাত পর্যন্ত চলবে।
ধানমন্ডি রিক্রিয়েশন ক্লাব রবীন্দ্রসরোবরে আজ সকাল ছয়টায় বর্ষবরণের আয়োজন করেছে। অনুষ্ঠানে থাকছে লোকগীতি, লালনগীতি, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, আবৃত্তি ও নৃত্য।
সারগাম ললিতকলা একাডেমির বর্ষবরণ অনুষ্ঠান ‘এসো হে বৈশাখ’ এবং ‘বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যে সাজো’ শীর্ষক শিশু-কিশোরদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ধানমন্ডি লেকের পাড়ে সকাল আটটায়।
ঋষিজ শিল্পগোষ্ঠী সকাল সাতটায় ভাসানী সড়কে (শিশুপার্কের সামনে) যে গণসংগীতানুষ্ঠানের আয়োজন করেছে, তাতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিকদের সংবর্ধনা জানানো হবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগ আজ সকাল সাড়ে সাতটায় বাহাদুরশাহ পার্ক থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা বের করবে। জেলা নেতারা, স্থানীয় সাংসদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা স্থানীয়ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা উদ্যাপনের উদ্যোগ নিচ্ছে। বিকেল সাড়ে পাঁচটায় ওয়ার্কার্স পার্টি কার্যালয়ের সামনে বর্ষবরণ উৎসবের আয়োজন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ।
সকাল আটটায় জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি সংগঠন দুটির সদস্যদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করেছে। মহানগর সর্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে আজ ও আগামীকাল বৈশাখী মেলার আয়োজন করেছে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ঢাকা কেন্দ্র আইইবি প্রাঙ্গণে সকাল আটটা থেকে দিনব্যাপী সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে। সকাল আটটা থেকে গুলশান ইয়ুথ ক্লাব বর্ষবরণের আয়োজন করেছে। বৈশাখী শোভাযাত্রা, জাদু প্রদর্শনীর পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে ক্লাব।
গুলশানের ওয়ান্ডারল্যান্ডে আজ ও আগামীকাল কারুপণ্য, হস্তশিল্প, তৈরি পোশাক ও ঐতিহ্যবাহী খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছে। থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের (বাশিকপ) অনুষ্ঠান শুরু হবে সকাল নয়টায় নিজস্ব কার্যালয়ের প্রাঙ্গণে। সপ্তবর্ণা সংসদ উত্তরা সেক্টর-৬ পার্কে সকাল সাতটায় এবং রংপেন্সিল একাডেমি সকাল সাতটায় সায়েদাবাদ ব্রিজের উত্তর দিকে নববর্ষের অনুষ্ঠানের আয়োজন করেছে।
রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কে ‘বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)’ প্রাঙ্গণে দিনব্যাপী বর্ষবরণের অনুষ্ঠান আয়োজন করেছে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, সংগীত ও নৃত্য বিভাগের পরিবেশনার পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের সাংস্কৃতিক উপস্থাপনা থাকছে এখানে।
সকাল সাড়ে নয়টায় স্টার টাওয়ার, ১২ কামাল আতাতুর্ক এভিনিউ ও এইচবিআর টাওয়ারে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় নববর্ষ পালনের উদ্যোগ নিয়েছে।

News Source http://www.prothom-alo.com/detail/date/2011-04-14/news/146531

0 comments:

Post a Comment

Thanks For Comment Pediabd Group Web Site. Every Day update News from get PediaBD News. And Update Picture Update All Web Site Visit http://www.yahoobest.com/ or
http://www.pediabd.com/

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Search | Bloggerized by Picture - Premium Blogger Themes | fantastic sams coupons