
ঐশ্বরিয়া রাই
তবে একলাই হাঁটতে হচ্ছে ঐশ্বরিয়া রাইকে। পতিপ্রবর অভিষেক বচ্চন যে পাশে থাকছেন না এবার! না, কোনো রকমের ঝামেলা বাধেনি অ্যাশ-অভির মধ্যে। রাশিয়ায় শুটিংয়ে ব্যস্ত থাকবেন বলে স্ত্রীর সঙ্গে কান উৎসবে হাজির হতে পারবেন না ছোট বচ্চন। তাই চার বছর পর এবারই প্রথম কান উৎসবে পাশের আসনে স্বামীকে পাচ্ছেন না অ্যাশ। এই না-পাওয়াটুকু বাদ দিলে প্রাপ্তির ঝুলিটি অবশ্য তাঁর বেশ পুষ্ট। এবার নিয়ে টানা ১০ বারের মতো কানে যোগ দিচ্ছেন এই বলিউড তারকা। স্ত্রীর এই প্রাপ্তিতে আনন্দিত অভিষেক, ‘আমি ওকে (ঐশ্বরিয়া) নিয়ে গর্বিত।’ ওয়েবসাইট।
বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স
বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের ২৩তম ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স শুরু হচ্ছে। দুই মাসের এই কোর্সে থাকবে টেলিভিশন চলচ্চিত্র সম্পর্কিত নানা কিছু। কোর্স পরিচালনা করবেন তানভীর মোকাম্মেল। কোর্সে সনদ পাওয়া ছাত্রছাত্রীরা ডিজিটাল ফরম্যাটে কাহিনিচিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণের সুযোগ পাবেন। কোর্স শুরু হবে ৫ মে। ২১ এপ্রিলের মধ্যে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। ঠিকানা: ১৬০ লেকসার্কাস কলাবাগান (পঞ্চম তলা) মিরপুর রোড, ঢাকা।
ফোন: ০১৭১২-০৮৬১০২, ০১৭১১-৯৪০১৬৩। বিজ্ঞপ্তি।
0 comments:
Post a Comment
Thanks For Comment Pediabd Group Web Site. Every Day update News from get PediaBD News. And Update Picture Update All Web Site Visit http://www.yahoobest.com/ or
http://www.pediabd.com/