This News Easily Reading Must Best Your PC needed Windows 7.

MD. ILIAS MALLIK (RUNI) ALL NEWS BY www.prothom-alo.com ALL NEWS BANGLA LANGUAGE WRIGHT. FOR READING EASY FORMULA YOUR PC HAVE BEEN NEEDED WINDOWS 7 WINDOW. THANKS

বাংলা

মোঃ ইলিয়াছ মল্লিক সব NEWS BY www.prothom-alo.com ওয়েব সাইট থেকে নেওয়া । সব নিউস সহজ বাভে পরাড় জন্য আপনার কম্পিউটারে WINDOWS 7 WINDOW. Use করুন । ....

Monday, April 11, 2011

র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ র‌্যাবই তদন্ত করবে নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১১-০৪-২০১১ http://www.prothom-alo.com/detail/date/2011-04-11/news/145929

     সংবাদ সম্মেলনে জানালেন আইজিপি

       আইজিপি হাসান মাহমুদ খন্দকার

ঝালকাঠির এইচএসসি পরীক্ষার্থী লিমন হোসেনের ওপর র‌্যাবের নির্যাতনের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হবে। র‌্যাবই এ তদন্ত করবে। পুলিশ সদর দপ্তরের সম্মেলন কেন্দ্রে গতকাল এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার এ কথা বলেন। বাংলা নববর্ষের নিরাপত্তা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হলেও লিমনের ওপর নির্যাতনের ঘটনাটিই মুখ্য হয়ে ওঠে।
র‌্যাবের বিরুদ্ধেই অভিযোগ, তাহলে র‌্যাব কেন তদন্ত করবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘ওই বাহিনীর কর্মকর্তাদের ওপর আমার আস্থা আছে। আমি আশা করি, তাঁরা নিরপেক্ষ তদন্ত করবেন। তাঁরা সত্য উদ্ঘাটন করতে পারবেন।’
ঝালকাঠির রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে গত ২৩ মার্চ র‌্যাব লিমনকে ধরে পায়ে গুলি করে বলে অভিযোগ রয়েছে। পরে তার একটি পা কেটে ফেলতে হয়। এ ঘটনায় লিমনের মা হেনোয়ারা বেগম র‌্যাবের বিরুদ্ধে গতকাল রোববার ঝালকাঠির আদালতে মামলা করেন।
এ ঘটনা নিয়ে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন সোচ্চার হলেও পুলিশ সদর দপ্তর এত দিন কোনো মন্তব্য করেনি। র‌্যাব সদর দপ্তর এ নিয়ে দেশের সব পত্রপত্রিকা ও টেলিভিশনে প্রচারিত খবরকে মিথ্যা ও বানোয়াট দাবি করে বিবৃতি দিয়েছে।
অভিযোগ যেহেতু র‌্যাবের বিরুদ্ধে, কাজেই ওই বাহিনীকে দিয়েই তদন্ত করা সঠিক হবে কি না—সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, র‌্যাবের মধ্যে এমন অনেক কর্মকর্তা রয়েছেন, যাঁরা আন্তরিকভাবে কাজ করেন।
র‌্যাবের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে, তারা নিরীহ মানুষকে গুলি করছে এবং ভাড়ায় মানুষ খুন করছে। কুমিল্লায় একজন চেয়ারম্যানকে এভাবে খুন করা হয়েছে—সাংবাদিকদের এমন মন্তব্যে আইজিপি বলেন, জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে এবং তা প্রমাণিত হলে অবশ্যই তাঁর বিচার হবে। এখানে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।
লিমনকে গুলিবিদ্ধ করার ঘটনায় কীভাবে তদন্ত হবে, জানতে চাইলে আইজিপি হাসান মাহমুদ খন্দকার বলেন, লিমনের ব্যাপারে পত্রপত্রিকায় প্রতিবেদন হয়েছে। আবার এ বিষয়ে সংশ্লিষ্ট বাহিনী থেকে একটি ভাষ্য এসেছে। ওই দুটি ভাষ্যের মধ্যে পার্থক্য আছে। বিষয়টি বিচারাধীন, এটি আদালতের নজরে এসেছে। এ ক্ষেত্রে আদালতেরও একটি বক্তব্য থাকবে।
র‌্যাব গত কয়েক মাসে ২০-২৫ জনের হাঁটুর নিচে গুলি করেছে, এটা কী ধরনের প্রবণতা? আইজিপি বলেন, আইনের বাইরে অস্ত্র ব্যবহারের কোনো সুযোগ নেই। প্রতিটি ঘটনার তদন্ত হবে। সবাইকে জবাবদিহির আওতায় আসতে হবে। কেউ বিধিবহির্ভূত কাজ করে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
র‌্যাব ঝালকাঠিতে গণমাধ্যমকর্মীদের কাজ করতে দিচ্ছে না, এ অভিযোগের ব্যাপারে পুলিশপ্রধান বলেন, এমন অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে র‌্যাব দায়িত্ব পালনের নামে বাড়াবাড়ি করেছে বলে একজন সাংবাদিক মন্তব্য করেন। আইজিপি বলেন, র‌্যাব আইনের মধ্যে থেকেই সব কিছু করেছে।
নববর্ষে নিরাপত্তা: সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, পয়লা বৈশাখ উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ। এ জন্য সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৩৩ হাজার সদস্য মোতায়েন থাকবে। রমনা বটমূলসহ ঢাকা ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজসার্কিট ক্যামেরার মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। এ ছাড়া এসব স্থানে আলাদাভাবে পর্যবেক্ষণ টাওয়ার বসানো হবে। পয়লা বৈশাখপূর্ব, পয়লা বৈশাখের দিন ও পয়লা বৈশাখ-পরবর্তী নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এখন থেকে বিভিন্ন স্থানে অভিযান ও তল্লাশি চলবে। বিভিন্ন স্থানে টহল পুলিশের নজরদারি আরও বাড়ানো হবে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, এসবির প্রধান জাবেদ পাটোয়ারি, অতিরিক্ত আইজিপি সৈয়দ শাহ জামান রাজ, ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




পাঠকের মন্তব্য
Md Moniruzzamman Monir
২০১১.০৪.১১ ০২:১২
দোষী ব্যক্তিদের সংস্থাকে দ্বায়িত্ব দিয়ে আবার শরীয়তপুরের হেনার মত অবস্থার সৃষ্টি করা হচ্ছে ্


jahangir
২০১১.০৪.১১ ০২:৩৬
থাক আর তদন্ত করতে হবে না , আমরা জানি আপনারা কি তদন্ত করবেন অন্তত নিজের বিচার জেমন নিজে করা জায় না তেমনি নিজের অন্যায়ের তদন্ত নিজে করা জায় এ কথাটা জে ভাত খায় সেও বুজে ,,,,,,,,,,, আমার অনাসথা পরকাষ করলাম ।
২০১১.০৪.১১ ০৩:২৪
নিজের অপরাধ কখনো নিজের কাছে ধরা পড়বে না। কারণ তারা নিয়মিত অপরাধ করে যাচ্ছেন। তাই দয়া করে র‌্যাবকে বলুন নিজের অপরাধ ঢাকার চেষ্টা না করে অন্য ডিপার্টমেন্টকে দিয়ে তদন্ত করাতে। এতে র‌্যাবের সুনাম বাড়বে। আর আমার মতে বিনা বিচারে বিরোধী দলের লোকজনকে হত্যা করার জন্যই বিগত সরকারের সয়ং প্রধানমন্ত্রীই এই বাহিনী গঠন করে মানুষ হত্যা করিয়েছিলেন। তাই এই বাহিনী যত হত্যা বা খুন করে তার সব দায়িত্ব বিগত প্রধানমন্ত্রীরই নেয়া উচিত। এবং বর্তমান সরকারের উচিত এই বাহিনী বিলুপ্ত করে নতুন কিছু খোঁজা। দয়া করে গণতান্ত্রিক দেশের আইন আপরাধী বাহিনীর হাত তুলে দিবেন না।


Abdullah al-mamun. রংপুর।
২০১১.০৪.১১ ০৩:৫৪
লিমন যে অপরাধি নয় তা জলের মতো সচ্ছ। এখন তদন্ত করে বের করতে হবে এই ঘটনার সংঙ্গে কারা কারা জড়িত।তাদের চাকুরী থেকে অপসারন করে গ্রেফতার করতে হবে।


DemoCrazy
২০১১.০৪.১১ ০৪:১৭
A RAB disguised as a Police.


Kulsum al-nazrul
২০১১.০৪.১১ ০৫:১৩
যার বিরুদ্ধে অভিযোগ সেই পাচ্ছে তদন্তভার।


Shawkat
২০১১.০৪.১১ ০৫:১৮
... Please try to reflect your duty on the expectations of public, not any politician or RAB. You have escaped all the direct questions and answered very diplomatically. You do not have control over RAB, and eventually there is no other choice except relying on them. ....
২০১১.০৪.১১ ০৫:৫৫
The investigation to be conducted by RAB itself ? What a joke....but then again,Bangladesh itself is a joke.Nobody wants this country to exist in the world....& for valid reasons too.Power to those people!


priobhasini
২০১১.০৪.১১ ০৬:৪১
'ওই বাহিনীর কর্মকর্তাদের উপর অামার অাস্থা অাছে।' কিন্তু জনগণের কি অাছে?যে র‍্যাব লিমনের এই অবস্থার জন‍্য সামন‍্যতম সহানুভূতি না দেখিয়ে নির্দ্বিধায় বারবার লিমনকে সন্ত্রাসী সাব‍্যাস্ত করতে উঠেপড়ে লেগেছে, তারা কী তদন্ত করবে সেতো জানা কথা!


ভাটির মানুষ
২০১১.০৪.১১ ০৬:৪৭
এটা আস্থা-অনাস্থার ব্যাপার কি? এর তদন্ত তো পুলিশেরই করার কথা। আস্থার কথা যদি বলতেই হয়- তাহলে দেখতে হবে র‌্যবের প্রতি জনগনের কতখানি আস্থা আছে।


Md;Shafiqul islam
২০১১.০৪.১১ ০৭:৪২
মানণীয় আইজিপি হাসান মাহমুদ খন্দকার স্যার অবশ্যই র‌্যাবের মধ্যে ভাল কর্মকর্তা আছে, কিন্তু তিনি কি চাপ মুক্ত হয়ে কাজ করতে পারবেন প্রম্ন আপনার কাছে।
News Sours http://www.prothom-alo.com/detail/date/2011-04-11/news/145929

0 comments:

Post a Comment

Thanks For Comment Pediabd Group Web Site. Every Day update News from get PediaBD News. And Update Picture Update All Web Site Visit http://www.yahoobest.com/ or
http://www.pediabd.com/

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Search | Bloggerized by Picture - Premium Blogger Themes | fantastic sams coupons