পয়লা বৈশাখের প্রথম সূর্যকে বরণ করতে দেশজুড়ে যেন উৎসবমুখর পরিবেশ। রাজধানীতে বর্ষবরণে অংশ নিতে আজ বৃহস্পতিবার ভোর থেকে রমনার বটমূল লোকে লোকারণ্য হয়ে ওঠে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভোর সোয়া ছয়টায় বটমূলে ছায়ানটের শিল্পীরা সুরের ছন্দে কবিগুরুর ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেন। বাঙালি জাতির ঐতিহ্যের এ অনুষ্ঠান জাতীয় সংগীতের মাধ্যমে শেষ হয় । এর কিছু সময় পর সকাল নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা।
‘এসো সত্য, এসো সুন্দর, এসো মুক্তি’ স্লোগানে এবারের মঙ্গল শোভাযাত্রায় ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টিও প্রতীকের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। যুদ্ধাপরাধের প্রতীক হিসেবে শোভাযাত্রায় ঠেলাগাড়িতে ছিল খড়ের তৈরি ৪০ ফুট দীর্ঘ দানবাকৃতির কুমির। কুমিরের পেটের মধ্যে ক্ষত-বিক্ষত পচা লাশ, ধর্ষিত নারী, মানুষের রক্ত মাখা কাটা মাথা ছিল। কুমিরের পিঠে চেপে বসেছে তিন যুবক। তারা বর্ষার আঘাতে কুমিরটিকে ঘায়েল করতে চেষ্টা করছে। এ ছাড়া বিভিন্ন জীবজন্তু ও পাখির মূর্তি ছিল শোভাযাত্রায়। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল মঙ্গল শোভাযাত্রায়। বাহাদুর শাহ পার্ক থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা বের হয়। রাজধানীতে রমনা পার্ক এলাকা, রবীন্দ্র সরোবরসহ নানা স্থানে চলছে বর্ষবরণের উৎসব।
বর্ষবরণের এ উৎসবকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ৩৩ হাজার সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন। বর্ষবরণের এ উৎসবের জন্য শাহবাগ ও রমনা এলাকায় গাড়ি চলাচলের রুটে কিছু পরিবর্তন আনা হয়েছে। বাংলামোটর থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়কে শুধু হেঁটেই চলাচল করতে হয়েছে। আশপাশের কয়েকটি সড়কেও একই অবস্থা।
পাঠকের মন্তব্য
Jahangir
২০১১.০৪.১৪ ১২:১৮
শুভ নববর্ষ।
সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
সুন্দর হউক সবার জীবন।
kanon
২০১১.০৪.১৪ ১৩:২৬
‘এসো সত্য, এসো সুন্দর, এসো মুক্তি’
তাই যেন হয় দেশে ...
Toothpaste
২০১১.০৪.১৪ ১৩:২৭
এপার বাংলা ওপার বাংলা ,দেশ-বিদেশ,কাছে-দূরের সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।
Abdullah al-mamun. রংপুর।
২০১১.০৪.১৪ ১৮:২১
সত্য সুন্দর হোক সকলের জীবন।
সকলকেই নববর্ষের শুভেচ্ছা।
Raisul Islam
২০১১.০৪.১৪ ১৮:৩৬
সবািকে নববরসের সুভেচ্চা
Atanu Chatterjee
২০১১.০৪.১৪ ১৮:৩৯
sobaike janai subho noboborsher priti o subheccha
News Source http://www.prothom-alo.com/detail/date/2011-04-14/news/146736
‘এসো সত্য, এসো সুন্দর, এসো মুক্তি’ স্লোগানে এবারের মঙ্গল শোভাযাত্রায় ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টিও প্রতীকের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। যুদ্ধাপরাধের প্রতীক হিসেবে শোভাযাত্রায় ঠেলাগাড়িতে ছিল খড়ের তৈরি ৪০ ফুট দীর্ঘ দানবাকৃতির কুমির। কুমিরের পেটের মধ্যে ক্ষত-বিক্ষত পচা লাশ, ধর্ষিত নারী, মানুষের রক্ত মাখা কাটা মাথা ছিল। কুমিরের পিঠে চেপে বসেছে তিন যুবক। তারা বর্ষার আঘাতে কুমিরটিকে ঘায়েল করতে চেষ্টা করছে। এ ছাড়া বিভিন্ন জীবজন্তু ও পাখির মূর্তি ছিল শোভাযাত্রায়। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল মঙ্গল শোভাযাত্রায়। বাহাদুর শাহ পার্ক থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা বের হয়। রাজধানীতে রমনা পার্ক এলাকা, রবীন্দ্র সরোবরসহ নানা স্থানে চলছে বর্ষবরণের উৎসব।
বর্ষবরণের এ উৎসবকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ৩৩ হাজার সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন। বর্ষবরণের এ উৎসবের জন্য শাহবাগ ও রমনা এলাকায় গাড়ি চলাচলের রুটে কিছু পরিবর্তন আনা হয়েছে। বাংলামোটর থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়কে শুধু হেঁটেই চলাচল করতে হয়েছে। আশপাশের কয়েকটি সড়কেও একই অবস্থা।
পাঠকের মন্তব্য
Jahangir
২০১১.০৪.১৪ ১২:১৮
শুভ নববর্ষ।
সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
সুন্দর হউক সবার জীবন।
kanon
২০১১.০৪.১৪ ১৩:২৬
‘এসো সত্য, এসো সুন্দর, এসো মুক্তি’
তাই যেন হয় দেশে ...
Toothpaste
২০১১.০৪.১৪ ১৩:২৭
এপার বাংলা ওপার বাংলা ,দেশ-বিদেশ,কাছে-দূরের সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।
Abdullah al-mamun. রংপুর।
২০১১.০৪.১৪ ১৮:২১
সত্য সুন্দর হোক সকলের জীবন।
সকলকেই নববর্ষের শুভেচ্ছা।
Raisul Islam
২০১১.০৪.১৪ ১৮:৩৬
সবািকে নববরসের সুভেচ্চা
Atanu Chatterjee
২০১১.০৪.১৪ ১৮:৩৯
sobaike janai subho noboborsher priti o subheccha
News Source http://www.prothom-alo.com/detail/date/2011-04-14/news/146736
0 comments:
Post a Comment
Thanks For Comment Pediabd Group Web Site. Every Day update News from get PediaBD News. And Update Picture Update All Web Site Visit http://www.yahoobest.com/ or
http://www.pediabd.com/