This News Easily Reading Must Best Your PC needed Windows 7.

MD. ILIAS MALLIK (RUNI) ALL NEWS BY www.prothom-alo.com ALL NEWS BANGLA LANGUAGE WRIGHT. FOR READING EASY FORMULA YOUR PC HAVE BEEN NEEDED WINDOWS 7 WINDOW. THANKS

বাংলা

মোঃ ইলিয়াছ মল্লিক সব NEWS BY www.prothom-alo.com ওয়েব সাইট থেকে নেওয়া । সব নিউস সহজ বাভে পরাড় জন্য আপনার কম্পিউটারে WINDOWS 7 WINDOW. Use করুন । ....

Wednesday, May 11, 2011

এসইসির চেয়ারম্যান ও ডিএসইর সভাপতিসহ ১৫ জনের ব্যাংক হিসাব তলব বিশেষ প্রতিনিধি | তারিখ: ১১-০৫-২০১১

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার, ডিএসইর সাবেক ও বর্তমান সভাপতি যথাক্রমে রকিবুর রহমান ও শাকিল রিজভীসহ বাজারসংশ্লিষ্ট ১৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল থেকে আজ বুধবার ব্যাংকগুলোর কাছে পাঠানো এক নির্দেশে এই তথ্য তলব করা হয়েছে। চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানে আমানত ও ঋণ হিসাব এবং যেকোনো ধরনের বিনিয়োগের তথ্য পাঠাতে বলা হয়েছে ব্যাংকগুলোকে। ২০০৪-০৫ অর্থবছর থেকে ২০০৯-১০ অর্থবছর পর্যন্ত এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভল্ট, লকার, সঞ্চয়পত্র, ক্রেডিট কার্ডসহ যেকোনো ধরনের আর্থিক বিনিয়োগের এই তথ্য চাওয়া হয়েছে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ১১৩ (এফ) ধারা অনুসারে। চিঠিটি স্বাক্ষরিত হয়েছে গতকাল মঙ্গলবার আর আজ তা ব্যাংকগুলোতে পৌঁছেছে।
খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে সরকার গঠিত পুঁজিবাজার তদন্ত প্রতিবেদনে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম নানাভাবে রয়েছে।
এনবিআরের চিঠিতে যাঁদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে তাঁরা হলেন, এসইসির বর্তমান চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার, রাষ্ট্র খাতের বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবির মহাব্যবস্থাপক (জিএম) ইফতিখার উজ জামান ও তাঁর স্ত্রী শায়লা জামান, আইসিবির ডিজিএম (সহকারী মহাব্যবস্থাপক) আবদুর রউফ, তাঁর স্ত্রী সাইদা পারভীন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি রকিবুর রহমান ও তাঁর স্ত্রী গুলজার বেগম এবং ডিএসইর বর্তমান সভাপতি শাকিল রিজভী ও তাঁর স্ত্রী রেহানা রিজভী। তাঁদের বিষয়ে ঢাকা মহানগরের সব ব্যাংকের তথ্য চাওয়া হয়েছে। আর চট্টগ্রাম মহানগর এলাকা থেকে তথ্য চাওয়া হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি চিটাগাং ভেজিটেবল অয়েল, এর পাঁচ পরিচালক যথাক্রমে শামসুল আলম শামীম, এ এইচ এম হাবিবুল্লাহ, নুরুল আলম, মো. আমিন ও ইযরানুল হকের।
তদন্ত প্রতিবেদন কোনো সংশোধন ছাড়াই প্রকাশ করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রতিবেদন প্রকাশ করে বলেছিলেন, শেয়ারবাজার কারসাজির প্রতিবেদন ধরে ক্ষেত্রবিশেষে সংশ্লিষ্ট সরকারি সংস্থা যেমন-এনবিআর, বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন (দুদক) নিবিড় তদন্ত করবে।

news source http://www.prothom-alo.com/detail/date/2011-05-11/news/153564

পুরুষের পেটে ‘সন্তান’ নিজস্ব প্রতিবেদক, বগুড়া ও শিবগঞ্জ প্রতিনিধি | তারিখ: ১১-০৫-২০১১

প্রকৃতির নিয়মে সন্তান ধারণের কথা নারীদেরই। কিন্তু এ নিয়মের ব্যত্যয় ঘটিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক পুরুষের পেটে পাওয়া গেছে এক ‘সন্তান’-এর খোঁজ। আবদুল মালেক (৪০) নামের ওই ব্যক্তির পেটে শিশুসন্তানটি জীবিত আছে, তবে পরীক্ষায় শিশুর হাত-পা, চোখ ও মেরুদণ্ড দেখা গেছে। মাথা পুরোটা নেই, এক পাশ দেখা যায়। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সকেরা আজ বুধবার সাংবাদিকদের এসব তথ্য জানান।
চিকিত্সকেরা বলছেন, এটি কোনো অস্বাভাবিক বিষয় নয়। প্রতি পাঁচ লাখে এমন একজন রোগী পাওয়া যায়। চিকিত্সাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘ফিটাস ইন ফিটু’। ‘ফিটাস’ মানে একটি বাচ্চার সঙ্গে আরেকটি বাচ্চা। একটি ভ্রূণ আরেকজনের শরীরের মধ্যে ঢুকে গেছে। সোজা কথায়, মালেক যখন মায়ের গর্ভে ছিলেন, তখন যমজ বাচ্চা ছিল। কিন্তু বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে অন্য বাচ্চাটি মালেকের পেটে চলে গেছে।
চিকিত্সকেরা জানান, বিশ্বে এ ধরনের ৯০ জন রোগীর সন্ধান মিলেছে। অনলাইন তথ্যকোষ উইকিপিডিয়া ও ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যমতে, ১৯৯৯ সালে ভারতের নাগপুরে সঞ্জু ভগত নামে ৩৬ বছর বয়সী এমন এক রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল, যিনি দীর্ঘদিন ধরে তাঁর যমজকে নিজের পেটে বয়ে বেড়াচ্ছিলেন। ভারতের সঞ্জু ভগতের সঙ্গে শিবগঞ্জের মালেকের বেশ মিল রয়েছে বলে ওই চিকিত্সকেরা জানিয়েছেন।
জানা গেছে, মালেকের বাড়ি শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের মিরাপুর গ্রামে। গত ২৮ এপ্রিল তিনি পেটে ব্যথা নিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। তাঁর পেট প্রসূতি নারীদের মতো ফোলা। হাসপাতালে ভর্তির পর টিউমার ভেবে চিকিত্সকেরা তাঁর আলট্রাসনোগ্রাম করেন। তেমন কিছু না পেয়ে অন্য এক পরীক্ষায় দেখা যায়, মালেকের পেটের মধ্যে পাকস্থলির পেছনে শিশুর অস্তিত্ব। তবে শিশুটি অপরিপক্ব।
আবদুল মালেকের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা চার ভাই, এক বোন। তিনি ভাইদের মধ্যে দ্বিতীয়। ছোটবেলা থেকেই তাঁর পেট সামান্য বড় ছিল। তখন থেকেই কাজকর্ম করতে গেলে কিছু সমস্যা হতো। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর পেট ফুলতে থাকে। তাই তিনি কাজ করতে পারতেন না। পেটে প্রচণ্ড জ্বালা-যন্ত্রণা হতো। অনেকবার গ্রামের চিকিত্সকদের কাছে গেছেন। সবাই ব্যথার ওষুধ দেন। এবার ব্যথা বেশি হওয়ায় এখানে এসেছেন।
মালেকের মামা মিরাপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম জানান, ছোটবেলা থেকেই মালেককে দেখে আসছেন। বছর বিশেক আগে তাঁর পেটের এক পাশ শক্ত ছিল, অন্য পাশ ছিল নরম। ধীরে ধীরে পুরো পেট শক্ত ও বড় হয়ে যায়। বছর পাঁচেক আগে বিয়েও করেছিলেন তিনি। তবে মালেকের মানসিক সমস্যার কারণে দাম্পত্য জীবন দুই বছরের বেশি টেকেনি।
হাসপাতালের গ্রন্থাগার কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শজিমেকের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম মাসুদুর রহমান জানান, মালেক মানসিক প্রতিবন্ধী। তাঁর শরীর থেকেই ভেতরের শিশুটি খাবার পাচ্ছে। যে কারণে তিনি পুষ্টিহীনতায় ভুগছেন। এক প্রশ্নের জবাবে মাসুদুর রহমান জানান, মালেককে সুস্থ করে তুলতে হলে অপরিপুষ্ট শিশুটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করতে হবে। তাঁর জানামতে, বছর কয়েক আগে ঢাকায় এমন একজন রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল।


News source http://www.prothom-alo.com/detail/date/2011-05-11/news/153519

Monday, May 2, 2011

লাদেনের মৃত্যুকে সমর্থন করে পাকিস্তানের বিবৃতি অনলাইন ডেস্ক | তারিখ: ০১-০৫-২০১১

পাকিস্তান ওসামা বিন লাদেনের মৃত্যুকে সমর্থন করে একটি বিবৃতি দিয়েছে। আজ সোমবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ কথা জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাসদস্যরা একটি গোয়েন্দা খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাকিস্তানের এবোটাবাদ শহরে আজ ভোর রাতে আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করেছেন। যুক্তরাষ্ট্র তাদের পূর্বঘোষিত নীতি অনুযায়ী পৃথিবীর যে স্থানে লাদেনকে পাওয়া যাবে, সেখানেই তাঁকে হত্যা করা হবে বলে এই সামরিক অভিযান পরিচালনা করে।
পররাষ্ট্র দপ্তর তাদের বিবৃতিতে জানায়, এই ঘটনা সব সন্ত্রাসী সংগঠনের জন্য একটি বিরাট ধাক্কা হিসেবে বিবেচিত হবে।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে ফোন করে এই সফল অভিযান পরিচালনার কথা জানান।
আল-কায়েদা পাকিস্তানের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছে। তাদের পরিচালিত সন্ত্রাসী আক্রমণে হাজার হাজার নিরীহ পাকিস্তানি নারী, পুরুষ ও শিশু নিহত হয়েছে বলে পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানান হয়। দ্য নিউজ অনলাইন।
News Source http://www.prothom-alo.com/detail/date/2011-05-01/news/151073

লাদেনের সন্ধান মিলল যেভাবে অনলাইন ডেস্ক | তারিখ: ০১-০৫-২০১১

ওসামা বিন লাদেন কোনো গুহায় জীবনযাপন করছিলেন না। তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে মাত্র দুই ঘণ্টার পথ অ্যাবোটাবাদে প্রাসাদোপম বাড়িতে বসবাস করছিলেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার আক্রমণের পর থেকেই যুক্তরাষ্ট্র ওসামার সংবাদবহনকারীদের ওপর নজরদারি করছিল। ছয় বছর পর ২০০৭ সালে যুক্তরাষ্ট্র তাঁর এক সংবাদবহনকারীর খোঁজ পায় এবং ২০১০ সালের আগস্টে নিশ্চিত হয় ওই সংবাদবহনকারী অ্যাবোটাবাদ থেকে তাঁর কর্মকাণ্ড চালাচ্ছেন।
একজন নিরাপত্তা কর্মকর্তা এমএসবিসিএনকে জানান, বাড়িটি ১২-১৮ ফুট দেয়াল দিয়ে ঘেরা। কোনো ইন্টারনেট বা টেলিফোন সংযোগ ছিল না সেখানে। বাড়িটি থেকে রাস্তার দিকে কোনো জানালাও নেই। এখানকার একটি প্রথা হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে লুকানোর জন্য এ ধরনের বাড়ির ব্যবহার করা। গোয়েন্দারা খুব দ্রুত বুঝতে পারেন, ওসামার সংবাদবহনকারী ও তাঁর ভাই ছাড়া সেখানে অন্য একটি পরিবার বাস করে, যা ওসামা বিন লাদেনের পরিচিতির সঙ্গে মিলে যায়।
ফেব্রুয়ারি মাসে ওসামার অবস্থান বিষয়ে গোয়েন্দারা একটি সিদ্ধান্তে উপনীত হন। প্রেসিডেন্ট ওবামা মার্চ মাসে সামরিক অভিযান বিষয়ে পাঁচটি সভা করেন এবং শুক্রবার তিনি অভিযান পরিচালনার হুকুম দেন। এমএসবিসিএন।

News Source http://www.prothom-alo.com/detail/date/2011-05-01/news/151159

Saturday, April 23, 2011

‘আইপিএলের চেয়ে দেশই আগে’ অনলাইন ডেস্ক | তারিখ: ২৩-০৪-২০১১

অ্যাডাম গিলক্রিস্ট আইপিএলের টাকার হাতছানি, টি-টোয়েন্টি ক্রিকেটের জমজমাট উত্তেজনা নাকি দেশের জন্য খেলার 
 
 
অ্যাডাম গিলক্রিস্ট
গৌরব—কোনটাকে অগ্রাধিকার দেওয়া উচিত, এ প্রশ্নেই এখন তোলপাড় হচ্ছে ক্রিকেট অঙ্গন। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে অভিমান করে আইপিএলটাকেই বেছে নিয়েছেন উইন্ডিজ ওপেনার ক্রিস গেইল। 
গতকাল শ্রীলঙ্কান পেসার 
লাথিস মালিঙ্গাও অবসর নিয়ে ফেলেছেন টেস্ট ক্রিকেট থেকে। টেস্টে বল করার মতো শারীরিক সামর্থ্য নেই, এমন যুক্তি দেখালেও, এর পেছনে যে আইপিএল বনাম শ্রীলঙ্কার ঠান্ডা লড়াইটাও একটা বড় ভূমিকা পালন করেছে, সে কথা অস্বীকার করা যাবে না। তবে অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট অবশ্য আইপিএলের আগে অগ্রাধিকার দিতে চান দেশকেই।
আইপিএলের দ্বিতীয় আসরে ডেকান চার্জার্সের অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন গিলক্রিস্ট। এবার তাঁর হাতে আছে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়কত্বের ভার। গতকাল তিনি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘আমার মতে, যেকোনো ক্রিকেটারেরই দেশের পক্ষে খেলাকেই সব সময় অগ্রাধিকার দেওয়া উচিত। আমরা ভাগ্যবান যে আমাদেরকে ভারতের এই টি-টোয়েন্টি লিগে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু আমরা এ সুযোগটা পেয়েছি দেশের হয়ে ভালো পারফরমেন্স দেখানোর জন্যই।’
ক্রিস গেইল ও লাথিস মালিঙ্গার প্রসঙ্গে প্রশ্ন করা হলে গিলক্রিস্ট বলেছেন, ‘শেষ পর্যন্ত এটা যার যার ব্যক্তিগত সিদ্ধান্তেরই ব্যাপার। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, দেশের হয়ে খেলার চেয়ে বড় কিছুই হতে পারে না।’ 
News Source http://www.prothom-alo.com/detail/date/2011-04-23/news/148859

পরীক্ষা বন্ধ করতে বোমা আতঙ্ক! অনলাইন ডেস্ক | তারিখ: ২৩-০৪-২০১১


বোমা পেতে রাখার আতঙ্ক ছড়ানোর অভিযোগে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কাফরুল এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে এক কলেজছাত্রীকে গ্রেপ্তার করেছে।
রোমানা বিনতে সাইফ নামের ওই কলেজ ছাত্রী এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলেন। আসন্ন পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রস্তুতি ভালো না থাকায় তিনি বোমা পেতে রাখার আতঙ্ক ছড়িয়ে পরীক্ষা বন্ধ করতে চেয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, রোমানা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত নন। তবে বোমার আতঙ্ক ছড়ানোর অভিযোগে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে।
ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ সুলাইমান জানান, ১৮ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে এক নারী তাঁর ব্যক্তিগত মুঠোফোনে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফকে ফোন দেন। ওই নারী জানান, রাজধানীর পাঁচটি স্থানে টাইম বোমা পুঁতে রাখা হয়েছে এবং ১৯ এপ্রিল রাত সাড়ে নয়টা থেকে তা পর্যায়ক্রমে বিস্ফোরিত হবে। জনগণকে এ বিস্ফোরণ থেকে রক্ষা করতে ওই নারী পুলিশের প্রতি অনুরোধ জানান। এরপরই ওই নারী তাঁর মুঠোফোন বন্ধ করে দেন এবং পরে তা আবার চালু করেন।
এ ঘটনায় পুলিশ প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়। ডিবি ও র্যাবের সদস্যরা অনুসন্ধান ও তল্লাশি চালিয়ে কোথাও বোমা খুঁজে পাননি।
পরে ডিবির একটি দল তথ্যদাতা নারীর অবস্থান চিহ্নিত করে। তারা ৯৪ ডিসিসি, কাফরুল থেকে রোমানা বিনতে সাইফ নামের ওই নারীকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে রোমানা জানান, তিনি বিবাহিত নয়। তিনি এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। আসন্ন পদার্থবিজ্ঞানে প্রস্তুতি ভালো না থাকায় পরীক্ষা বন্ধ করতে তিনি ভীতি ছড়িয়েছিলেন।
 News Source http://www.prothom-alo.com/detail/date/2011-04-23/news/148878

লিমনকে সন্ত্রাসী বানানোর চেষ্টা চলছে, অভিযোগ পরিবারের নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৩-০৪-২০১১


ঝালকাঠিতে র‌্যাবের গুলিতে আহত কলেজছাত্র লিমনকে সন্ত্রাসী বানানোর চেষ্টা চলছে বলে তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আজ শনিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে লিমনের পরিবার সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লিমনের বড় ভাই হেমায়েত হোসেন সুমন। এ সময় লিমনের বাবা তোফাজ্জল হোসেন ও মা হেনোয়ারা বেগম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিমনের বিরুদ্ধে দায়ের করা র্যাবের দুটি ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে তার পরিবার। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবিও জানানো হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, লিমন এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিল। অভাবের সংসারে তিনি কাজ করে পড়াশোনা করতেন। ২৩ মার্চ বিকেলে লিমন তাঁদের বাড়ির ৩০০-৪০০ গজ দূরে মাঠে গরু আনতে যান। এ সময় র‌্যাব-৮-এর একটি দল তাঁর শার্টের কলার ধরে টেনে-হিঁচড়ে স্থানীয় শহীদ জমাদ্দারের বাড়ির সামনে নিয়ে বাঁ-পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। পরে পঙ্গু হাসপাতালে চিকিত্সকেরা তাঁর বাঁ-পা কেটে ফেলেন।
বক্তব্যে আরও বলা হয়, র‌্যাবের দাবি, লিমন সন্ত্রাসী। অথচ র্যাবের মহাপরিচালক সম্প্রতি বলেছেন, লিমন ঘটনার শিকার। স্থানীয় লোকজনের আর্থিক সহায়তায় তাঁর চিকিত্সা চলছে। লিমন সন্ত্রাসী হলে মানুষ এভাবে চাঁদা তুলে চিকিত্সা চালাত না।
সংবাদ সম্মেলনে লিমনের ভাই বলেন, লিমনকে গুলি করার পর ১০ এপ্রিল লিমনের মা হেনোয়ারা বেগম ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতে উপসহকারী পরিচালক লুত্ফর রহমানসহ র্যাব-৮-এর ছয় সদস্যের বিরুদ্ধে নালিশি অভিযোগ করেন। আদালত অভিযোগটি মামলা হিসেবে নিতে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। কিন্তু পুলিশ মামলা নেয়নি। র্যাবের সোর্স পরিচয়দানকারী কিছু লোক তাদের পরিবারকে ভয় দেখাচ্ছে। যেসব লোক লিমনের পক্ষে গণমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন তাঁদেরও ভয়ভীতি দেখানো হচ্ছে।
পরিবার লিমনের ভবিষ্যত্ নিয়ে শঙ্কা প্রকাশ করে তাঁর সুচিকিত্সার ব্যবস্থা এবং পঙ্গু লিমনের দায়দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার দাবি জানায়। একই সঙ্গে তাদের দাবি, পুলিশ যেন মামলাটি গ্রহণ করে।  
News Source http://www.prothom-alo.com/detail/date/2011-04-23/news/148872

Tuesday, April 19, 2011

ঐশ্বরিয়া রাই একলা চলো রে বিনোদন ডেস্ক | তারিখ: ১৯-০৪-২০১১ Aishwarya Rai Total News

http://paloadmin.prothom-aloblog.com:8088/resize/maxDim/340x1000/img/uploads/media/2011-04-18-17-13-18-092122500-2.jpg
ঐশ্বরিয়া রাই
তবে একলাই হাঁটতে হচ্ছে ঐশ্বরিয়া রাইকে। পতিপ্রবর অভিষেক বচ্চন যে পাশে থাকছেন না এবার! না, কোনো রকমের ঝামেলা বাধেনি অ্যাশ-অভির মধ্যে। রাশিয়ায় শুটিংয়ে ব্যস্ত থাকবেন বলে স্ত্রীর সঙ্গে কান উৎসবে হাজির হতে পারবেন না ছোট বচ্চন। তাই চার বছর পর এবারই প্রথম কান উৎসবে পাশের আসনে স্বামীকে পাচ্ছেন না অ্যাশ। এই না-পাওয়াটুকু বাদ দিলে প্রাপ্তির ঝুলিটি অবশ্য তাঁর বেশ পুষ্ট। এবার নিয়ে টানা ১০ বারের মতো কানে যোগ দিচ্ছেন এই বলিউড তারকা। স্ত্রীর এই প্রাপ্তিতে আনন্দিত অভিষেক, ‘আমি ওকে (ঐশ্বরিয়া) নিয়ে গর্বিত।’ ওয়েবসাইট।
বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স
বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের ২৩তম ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স শুরু হচ্ছে। দুই মাসের এই কোর্সে থাকবে টেলিভিশন চলচ্চিত্র সম্পর্কিত নানা কিছু। কোর্স পরিচালনা করবেন তানভীর মোকাম্মেল। কোর্সে সনদ পাওয়া ছাত্রছাত্রীরা ডিজিটাল ফরম্যাটে কাহিনিচিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণের সুযোগ পাবেন। কোর্স শুরু হবে ৫ মে। ২১ এপ্রিলের মধ্যে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। ঠিকানা: ১৬০ লেকসার্কাস কলাবাগান (পঞ্চম তলা) মিরপুর রোড, ঢাকা।
ফোন: ০১৭১২-০৮৬১০২, ০১৭১১-৯৪০১৬৩। বিজ্ঞপ্তি।

টেইলরের বাড়ি দান বিনোদন ডেস্ক | তারিখ: ১৯-০৪-২০১১

টেইলর সুইফট
টেইলর সুইফট
মা-বাবা তাঁকে দেন ভালো কাজের অনুপ্রেরণা ও বুকভরা ভালোবাসা। আর টেইলর তাঁর মা-বাবাকে দিলেন বাড়ি! না, ভাববেন না বাড়ি দিয়েই খালাস কান্ট্রি গানের শিল্পী টেইলর সুইফট, ভালোবাসা তো আছেই।
ছুটিছাটায় মা-বাবাকে নিরিবিলি পরিবেশে, আরও কাছ থেকে পাওয়ার জন্যই নাকি টেইলরের এই উপহার। ২১ বছর বয়সী এই তারকা বাড়িটি কিনেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে।
১৯২০ সালে নির্মিত পাঁচ হাজার বর্গফুটের বাড়িটিতে আছে তিনটি শয়নকক্ষ, ব্লু স্টোনের স্নানঘাট, বিশাল ফায়ারপ্লেস আর বিশাল একটা খোলা মাঠ।
বাড়িটি কিনতে টেইলর গুনে দিয়েছেন ১৫ লাখ ডলার।
মা স্কট ও বাবা আন্দ্রে মেয়ের কাছ থেকে এমন উপহার পেয়ে যারপরনাই খুশি। ওয়েবসাইট।

ক থো প ক থ ন আমি ষাটের দশকের মেয়ে | তারিখ: ১৯-০৪-২০১১ Ishrat Jahan Chaity Picture

ইশরাত জাহান চৈতি
ইশরাত জাহান চৈতি
২০০৮ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছেন ইশরাত জাহান চৈতি। পুরস্কার হিসেবে অভিনয় করেছেন ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র মধুমতিতে। রাবেয়া খাতুনের উপন্যাস থেকে ছবির চিত্রনাট্য লিখেছেন সুফিয়া চৌধুরী। পরিচালনা করেছেন শাহজাহান চৌধুরী। গত শুক্রবার চ্যানেল আইতে ছবিটির আন্তর্জাতিক উদ্বোধনী প্রদর্শনী হয়। পাশাপাশি প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে ছবিটি। কথা হলো চৈতির সঙ্গে।

আপনার অভিনীত প্রথম ছবি মুক্তি পেয়েছে। দেখা হয়েছে?

এখনো দেখতে পারিনি। যেদিন চ্যানেল আইতে দেখানো হলো, ওই দিন বাসার বাইরে একটু ব্যস্ত ছিলাম। প্রেক্ষাগৃহে গিয়ে দেখার ইচ্ছা আছে। আমার পরিচিত অনেকেই টিভিতে এবং প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখেছেন। তাঁরা খুব প্রশংসা করেছেন। তাঁদের মতে, অনেক দিন পর পরিচ্ছন্ন একটি পারিবারিক ছবি দেখেছেন, সেই ষাট কিংবা সত্তরের দশকে যে ধরনের বাংলা ছবি তৈরি হতো।
ছবিটির কাজ কবে করেছিলেন?
‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠানটি হয়েছিল ২০০৯ সালে জানুয়ারিতে। আর ছবির কাজ শুরু হয় এপ্রিলে। শেষ করতে পুরো এক বছর সময় লেগেছে। শুটিংয়ের আগে উপন্যাসটা কয়েকবার পড়েছি। ওই সময় পরিচালক নাহিদ আহমেদের কাছ থেকে অভিনয়ের নানা খুঁটিনাটি বিষয় শিখেছি। কাহিনির প্রয়োজনে ছবিতে ষাটের দশকের ভাবটা শতভাগ ফুটিয়ে তুলতে হয়েছে।
চরিত্রটিতে অভিনয় করতে কেমন লেগেছে?
ছবিতে আমার চরিত্রটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করা একটি মেয়ের। কিন্তু বাস্তবে তখন আমি মাত্র উচ্চমাধ্যমিক পাস করে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিংয়ে ভর্তি হয়েছি। তাই চরিত্রটি ফুটিয়ে তুলতে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে।
আপনি তো ধারাবাহিকেও অভিনয় করছেন?
এখন এটিএন বাংলায় আমার অভিনীত হাতের রেখা কথা বলে ধারাবাহিক প্রচারিত হচ্ছে। পরিচালনা করছেন জাহিদ হাসান। আমার অংশের শুটিং শুরু হয় শ্রীমঙ্গল থেকে। ওখানে তো সব সময়ই আবহাওয়াটা অন্য রকম। নাটকের কাজ করতে গিয়ে তা টের পেয়েছি। সঙ্গে কোনো গরম কাপড় ছিল না, আর ওখানে প্রচণ্ড ঠান্ডা। কাজ করতে গিয়ে তো আমার জ্বর হয়েছিল। তা ছাড়া সামনে আমার আরও কয়েকটি ধারাবাহিক আসবে।

এইডস সচেতনতায় প্রীতি অনলাইন ডেস্ক | তারিখ: ১৯-০৪-২০১১ priti jeenta picture

প্রীতি জিনতা
প্রীতি জিনতা
মরণব্যাধি এইডস সম্পর্কে ভারতের ট্রাকচালকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য এবার মাঠে নেমেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। এরই মধ্যে তিনি ভারতের পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশে চালকদের মধ্যে সচেতনতা কার্যক্রম শুরু করেছেন।
টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবরে প্রীতি জিনতা বলেন, ‘এ অঞ্চলগুলোতেই আমি বড় হয়েছি। এখানকার সবকিছুর সঙ্গে আমার একটা নাড়ির সম্পর্ক রয়েছে। তাই স্থানীয় লোকজনের সমস্যাগুলো আমাকে অনেক বেশি ভাবায়। শেকড়ের কথা ভেবেই এসব অঞ্চলের লোকজনের মরণব্যাধি এইডস সম্পর্কে সচেতন করার চেষ্টা করছি।’
প্রীতি জিনতা আরও বলেন, ‘আমি সব সময়ই এখানকার লোকজনদের জন্য কিছু একটা করার কথা ভাবতাম। এবার সেটার জন্য মাঠে নেমেছি। তা ছাড়া এইডস প্রতিরোধে এগিয়ে আসাটা আমার দৈনন্দিন দায়িত্বও বটে। আমাদের এ অঞ্চলগুলোতে এইডস এখন ভয়াবহ রূপ নিয়েছে। আমি মনে করি, সবারই এইডস প্রতিরোধে এগিয়ে আসা উচিত।’

সব অভিযোগ স্বীকার করতে চান কাসাব | তারিখ: ০৮-০৮-২০০৯

মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা

ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে আটক একমাত্র জঙ্গি মোহাম্মদ আজমল আমির কাসাব তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ স্বীকার করতে চান। তিনি গতকাল শুক্রবার আদালতে বিচারককে এ কথা জানিয়েছেন। খবর এএফপি ও পিটিআইয়ের।
গতকাল মুম্বাই কারাগারের বিশেষ আদালতে শুনানিকালে বিচারক এম এল তাহালিয়ানির কাছে কাসাব অনুরোধ জানিয়ে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব কটি অভিযোগে আমি দোষ স্বীকার করতে চাই।’
এ ব্যাপারে বিচারক জানতে চান, ‘হঠাৎ কী হয়েছে আপনার? এর আগে আপনার বিরুদ্ধে আনা অভিযোগের অংশবিশেষ স্বীকার করেছিলেন।’ বিচারক এ বিষয়ে কাসাবকে তাঁর আইনজীবীর সঙ্গে কথা বলার জন্য পরামর্শ দেন। ভারতের বিরুদ্ধে যুদ্ধ, হত্যা, হত্যাচেষ্টাসহ কাসাবের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে।

অস্বাভাবিক দাম বাড়ায় দুই কোম্পানির লেনদেন বন্ধ অনলাইন ডেস্ক | তারিখ: ১৯-০৪-২০১১

অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানির শেয়ার লেনদেন আজকের জন্য বন্ধ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
কোম্পানি দুটি হলো—মুন্নু জুটেক্স ও জেমিনি সি ফুড।
আজ মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয় প্রতিষ্ঠানগুলোর দাম বৃদ্ধির কারণে তাদের লেনদেন বন্ধ করা হয়েছে। একই সঙ্গে ডিএসই কোম্পানি দুটির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে।

ওবামার পারিবারিক আয় কিছুটা কমেছে নিউইয়র্ক প্রতিনিধি | তারিখ: ১৯-০৪-২০১১

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পারিবারিক আয় ২০১০ সালে তার আগের বছরের তুলনায় কিছুটা কমেছে। গত বছর প্রেসিডেন্ট ওবামা ও ফার্স্ব লেডি মিশেল ওবামার পারিবারিক আয় ছিল ১৮ লাখ ডলার। আয়ের বেশির ভাগই ওবামার বিক্রীত বই থেকে এসেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ওবামা বছরে তিন লাখ ৯৫ হাজার ডলার সম্মানী পেয়ে থাকেন।

গতকাল সোমবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট পরিবার ২০১০ সালের জন্য পাঁচ লাখ ডলারের বেশি কর পরিশোধ করেছেন। গত বছর বিভিন্ন জনকল্যাণকর কাজে তাঁদের পারিবারিক অনুদানের পরিমাণ ছিল দুই লাখ ৪৫ হাজার ডলার। ২০০৯ সালে ওবামা পরিবারের বার্ষিক আয় ছিল ৫৫ লাখ ডলার।
বার্ষিক কর বিবরণীতে বারাক ওবামার পেশা হিসেবে ‘প্রেসিডেন্ট’ ও ‘লেখক’ লেখা হয়। ১৯৯৫ সালে প্রেসিডেন্ট ওবামা ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’ নামে গ্রন্থ লিখে সাড়া জাগান। বইটি সারা বিশ্বে বহু বিক্রীত আত্মজীবনীমূলক বইয়ের তালিকায় অন্যতম।
২০০৬ সালে বারাক ওবামার লেখা ‘দ্য ওডাসিটি অব হোপ’ বইটিও বেশ সাড়া ফেলেছিল। এ ছাড়া প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মেয়েদের উদ্দেশ করে লেখেন ‘অব দিই আই সিং: এ লেটার টু মাই ডটার’। এ বইটিও যুক্তরাষ্ট্রের বাজারে বহু বিক্রীত বই হিসেবে স্বীকৃতি পায়।
২০১০ সালে ৩৬টি জনকল্যাণকর সংস্থার জন্য প্রেসিডেন্ট ওবামা পরিবার ব্যক্তিগত অনুদান প্রদান করেছেন। সবচেয়ে বড় অনুদান দিয়েছেন ফিশার হাউস ফাউন্ডেশনকে এক লাখ ৩১ হাজার ডলার। সংগঠনটি মার্কিন যুদ্ধাহত সেনাদের কল্যাণে কাজ করে।

পাঠকের মন্তব্য

Ghum Bibek Ghum Bibek
২০১১.০৪.১৯ ১১:৩৯
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আয় বেশী কিন্তু তার পরও সম্পদ কমই থাকে কিন্তু আমাদের দেশের সরকার প্রধানদের আয় কম থাকে কিন্তু সম্পদ এত বাড়ে কিভাবে; তাহলে কি বাংলাদেশের আয়ে বরকত বেশী।
share businessman share businessman
২০১১.০৪.১৯ ১২:০১
কমলে কি আর না কমলে কি !!!
Wang Wang
২০১১.০৪.১৯ ১৩:০৫
আমাদের আয় বেড়েছে। আগে ছিল ১২০০টাকা (অভারটাইম সহ ১৮০০টাকা), আর এখন ৩০০০টাকা।

গ্রহণযোগ্য সময়ে তদন্ত প্রতিবেদন প্রকাশে হাইকোর্টের নির্দেশ নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১৯-০৪-২০১১


শেয়ারবাজারে কারসাজি

পুঁজিবাজারে কারসাজির ঘটনায় তদন্ত প্রতিবেদন গ্রহণযোগ্য সময়ে প্রকাশ করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই প্রতিবেদন প্রকাশে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও আদালত জানতে চেয়েছেন।
আজ বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি এ এন এম বশিরউল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
একই সঙ্গে কারসাজির ঘটনায় প্রতিবেদনে চিহ্নিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা আদালত জানতে চেয়েছেন। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত শেয়ার হোল্ডারদের অর্থ তাঁদের অ্যাকাউন্টে কেন ফেরত দেওয়া হবে না, এ মর্মে রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে সরকার ও সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ গতকাল সোমবার জনস্বার্থে রিট আবেদনটি দাখিল করে। রিটে মন্ত্রিপরিষদসচিব, প্রধানমন্ত্রীর সচিব, অর্থসচিব, স্বরাষ্ট্রসচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Search | Bloggerized by Picture - Premium Blogger Themes | fantastic sams coupons