মানবতাবিরোধী অপরাধ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে (সাকা চৌধুরী) সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিনজন সদস্যের বেঞ্চ এ অনুমতি দেন।
ট্রাইব্যুনাল সাকা চৌধুরীকে যেকোনো দিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এ সময় জিজ্ঞাসাবাদ কক্ষের পাশের কক্ষে চিকিত্সক রাখার নির্দেশ দেওয়া হয়।
আজ বেলা সোয়া ১১টার দিকে সাকা চৌধুরীকে ট্রাইব্যুনালে আনা হয়। সাড়ে ১১টার দিকে শুনানি শুরু হয়ে চলে ১২টা পর্যন্ত। পরে শুনানি শেষে ট্রাইব্যুনাল সাকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের বিষয়ে আধঘণ্টা পর আদেশের সময় নির্ধারণ করেন। নির্ধারিত সময় পর ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
গত ১৭ জানুয়ারি ট্রাইব্যুনাল সাকা চৌধুরীকে আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) পর্যন্ত আটক রাখার নির্দেশ দিয়েছিলেন। এ সময়ের মধ্যে এ-সংক্রান্ত তদন্তকাজ শেষ করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, গত বছর ১৬ ডিসেম্বর ভোরে বনানীর একটি বাসা থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এর আগে সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে ১৫ ডিসেম্বর তাঁকে আটক বা গ্রেপ্তার রাখার নির্দেশনা চেয়ে তদন্ত সংস্থার পক্ষ থেকে আইনজীবীদের (প্রসিকিউটর) মাধ্যমে ট্রাইব্যুনালে একটি আবেদন করা হয়। গত ১৯ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে বিএনপির এই নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে নির্দেশ দেন। একই সঙ্গে তাঁকে ৩০ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছিল।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে (সাকা চৌধুরী) সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিনজন সদস্যের বেঞ্চ এ অনুমতি দেন।
ট্রাইব্যুনাল সাকা চৌধুরীকে যেকোনো দিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এ সময় জিজ্ঞাসাবাদ কক্ষের পাশের কক্ষে চিকিত্সক রাখার নির্দেশ দেওয়া হয়।
আজ বেলা সোয়া ১১টার দিকে সাকা চৌধুরীকে ট্রাইব্যুনালে আনা হয়। সাড়ে ১১টার দিকে শুনানি শুরু হয়ে চলে ১২টা পর্যন্ত। পরে শুনানি শেষে ট্রাইব্যুনাল সাকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের বিষয়ে আধঘণ্টা পর আদেশের সময় নির্ধারণ করেন। নির্ধারিত সময় পর ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
গত ১৭ জানুয়ারি ট্রাইব্যুনাল সাকা চৌধুরীকে আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) পর্যন্ত আটক রাখার নির্দেশ দিয়েছিলেন। এ সময়ের মধ্যে এ-সংক্রান্ত তদন্তকাজ শেষ করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, গত বছর ১৬ ডিসেম্বর ভোরে বনানীর একটি বাসা থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এর আগে সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে ১৫ ডিসেম্বর তাঁকে আটক বা গ্রেপ্তার রাখার নির্দেশনা চেয়ে তদন্ত সংস্থার পক্ষ থেকে আইনজীবীদের (প্রসিকিউটর) মাধ্যমে ট্রাইব্যুনালে একটি আবেদন করা হয়। গত ১৯ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে বিএনপির এই নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে নির্দেশ দেন। একই সঙ্গে তাঁকে ৩০ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছিল।
0 comments:
Post a Comment
Thanks For Comment Pediabd Group Web Site. Every Day update News from get PediaBD News. And Update Picture Update All Web Site Visit http://www.yahoobest.com/ or
http://www.pediabd.com/