পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের আংশিক ফলাফলে বামপন্থী জাতীয়তাবাদী নেতা ওলান্তা হিউমালা এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন অর্থমন্ত্রী পেদ্রো পাবলো কুকজিনিস্কি। বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় রেডিওর বরাত দিয়ে এ কথা জানায়।
স্থানীয় রেডিও আজ সোমবার সরকারি তথ্যের ভিত্তিতে জানায়, এখন পর্যন্ত প্রদত্ত ভোটের ৫০ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এতে হিউমালা ২৭ দশমিক ৬২ শতাংশ ভোট পেয়েছেন। আর কুকজিনিস্কি ২৩ দশমিক ১১ শতাংশ ভোট এবং ডানপন্থী আইনপ্রণেতা কেইকো ফুজিমোরি ২১ দশমিক ৯৫ শতাংশ ভোট পেয়েছেন।
আগামী ৫ জুন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হিউমালা ও কুকজিনিস্কির মধ্যে দ্বিতীয় দফা ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। পেরুতে প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পেলে দ্বিতীয় দফায় ভোট নেওয়ার বিধান আছে।
News Sours http://www.prothom-alo.com/detail/date/2011-04-11/news/145957
স্থানীয় রেডিও আজ সোমবার সরকারি তথ্যের ভিত্তিতে জানায়, এখন পর্যন্ত প্রদত্ত ভোটের ৫০ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এতে হিউমালা ২৭ দশমিক ৬২ শতাংশ ভোট পেয়েছেন। আর কুকজিনিস্কি ২৩ দশমিক ১১ শতাংশ ভোট এবং ডানপন্থী আইনপ্রণেতা কেইকো ফুজিমোরি ২১ দশমিক ৯৫ শতাংশ ভোট পেয়েছেন।
আগামী ৫ জুন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হিউমালা ও কুকজিনিস্কির মধ্যে দ্বিতীয় দফা ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। পেরুতে প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পেলে দ্বিতীয় দফায় ভোট নেওয়ার বিধান আছে।
News Sours http://www.prothom-alo.com/detail/date/2011-04-11/news/145957
0 comments:
Post a Comment
Thanks For Comment Pediabd Group Web Site. Every Day update News from get PediaBD News. And Update Picture Update All Web Site Visit http://www.yahoobest.com/ or
http://www.pediabd.com/