
ইশরাত জাহান চৈতি
আপনার অভিনীত প্রথম ছবি মুক্তি পেয়েছে। দেখা হয়েছে?
এখনো দেখতে পারিনি। যেদিন চ্যানেল আইতে দেখানো হলো, ওই দিন বাসার বাইরে একটু ব্যস্ত ছিলাম। প্রেক্ষাগৃহে গিয়ে দেখার ইচ্ছা আছে। আমার পরিচিত অনেকেই টিভিতে এবং প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখেছেন। তাঁরা খুব প্রশংসা করেছেন। তাঁদের মতে, অনেক দিন পর পরিচ্ছন্ন একটি পারিবারিক ছবি দেখেছেন, সেই ষাট কিংবা সত্তরের দশকে যে ধরনের বাংলা ছবি তৈরি হতো।
ছবিটির কাজ কবে করেছিলেন?
‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠানটি হয়েছিল ২০০৯ সালে জানুয়ারিতে। আর ছবির কাজ শুরু হয় এপ্রিলে। শেষ করতে পুরো এক বছর সময় লেগেছে। শুটিংয়ের আগে উপন্যাসটা কয়েকবার পড়েছি। ওই সময় পরিচালক নাহিদ আহমেদের কাছ থেকে অভিনয়ের নানা খুঁটিনাটি বিষয় শিখেছি। কাহিনির প্রয়োজনে ছবিতে ষাটের দশকের ভাবটা শতভাগ ফুটিয়ে তুলতে হয়েছে।
চরিত্রটিতে অভিনয় করতে কেমন লেগেছে?
ছবিতে আমার চরিত্রটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করা একটি মেয়ের। কিন্তু বাস্তবে তখন আমি মাত্র উচ্চমাধ্যমিক পাস করে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিংয়ে ভর্তি হয়েছি। তাই চরিত্রটি ফুটিয়ে তুলতে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে।
আপনি তো ধারাবাহিকেও অভিনয় করছেন?
এখন এটিএন বাংলায় আমার অভিনীত হাতের রেখা কথা বলে ধারাবাহিক প্রচারিত হচ্ছে। পরিচালনা করছেন জাহিদ হাসান। আমার অংশের শুটিং শুরু হয় শ্রীমঙ্গল থেকে। ওখানে তো সব সময়ই আবহাওয়াটা অন্য রকম। নাটকের কাজ করতে গিয়ে তা টের পেয়েছি। সঙ্গে কোনো গরম কাপড় ছিল না, আর ওখানে প্রচণ্ড ঠান্ডা। কাজ করতে গিয়ে তো আমার জ্বর হয়েছিল। তা ছাড়া সামনে আমার আরও কয়েকটি ধারাবাহিক আসবে।
0 comments:
Post a Comment
Thanks For Comment Pediabd Group Web Site. Every Day update News from get PediaBD News. And Update Picture Update All Web Site Visit http://www.yahoobest.com/ or
http://www.pediabd.com/