অপর্যাপ্ত তথ্য ও অসমর্থিত সূত্র ব্যবহারের কারণে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনটি দুর্বল বলে মনে হয়েছে।
সদ্য প্রকাশিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন সম্পর্কে আজ সোমবার এ মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপ মনি। তিনি এ সময় তাঁর দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রতিবেদনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হেফাজতে অস্বাভাবিক মৃত্যুর ঘটনাসহ নিরাপত্তা বাহিনীর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্তে সরকারের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করে ।
পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত শুক্রবার ওয়াশিংটনে এ প্রতিবেদন প্রকাশ করেন। এতে ১৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের মানবাধিকার পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়।
প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে, সে সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে দীপু মনি বলেন, মার্কিন মানবাধিকার প্রতিবেদনটিতে গবেষণা ও সূত্রের অপর্যাপ্ততা রয়েছে। আর অসমর্থিত সূত্রের কারণে প্রতিবেদনটি দুর্বল বলে মনে হয়েছে।’
মন্ত্রী জানান, এটি যুক্তরাষ্ট্রের বার্ষিক একটি প্রতিবেদন যেখানে মানবাধিকার বিষয়ে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে মূল্যায়ন করা হয়েছে।
দীপু মনি বলেন, বিশ্বে মানবাধিকার রক্ষা ও পর্যালোচনায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে একমাত্র স্বীকৃত প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়। এ ধরণের প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতাও রয়েছে। মানবাধিকার রক্ষায় বাংলাদেশের ইতিবাচক ভূমিকার কারণেই বাংলাদেশকে দু’বার কাউন্সিলটির সদস্য নির্বাচিত করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক ও আইনের শাসনে বিশ্বাসী বাংলাদেশ সরকার যেকোনো গঠনমূলক সমালোচনাকে গুরুত্ব দিয়ে নিজেদের কোনো ভুল থাকলে তা সংশোধনের উদ্যোগ নেয়।’
News Source http://www.prothom-alo.com/detail/date/2011-04-11/news/145980
0 comments:
Post a Comment
Thanks For Comment Pediabd Group Web Site. Every Day update News from get PediaBD News. And Update Picture Update All Web Site Visit http://www.yahoobest.com/ or
http://www.pediabd.com/