৫ মন্তব্য
মাথাটাই গরম হয়ে গিয়েছিল ওয়াটসনের। আইসব্যাগও ঠান্ডা করতে পারেনি। ঝাল মিটিয়েছেন বোলারদের ওপর
শামসুল হক
শরীরটা দেখেই বোঝা যায় তাঁর গায়ে আসুরিক শক্তি। ক্রিকেট-বিশ্ব এর প্রমাণ আগেও পেয়েছে, সবচেয়ে ভালো পেল কাল। এই লোকটিই আবার মাঠের বাইরে অন্য রকম। কথা বলেন আস্তে আস্তে, লাজুক হাসি তাঁর ‘ট্রেডমার্ক’। কাল সংবাদ সম্মেলনে শেন ওয়াটসন নরম গলায় জানালেন তাঁর দানবীয়
ব্যাটিংয়ের রহস্য
লাঞ্চে কী খেয়েছিলেন, এসেই সবাইকে অমন তুলাধোনা করতে শুরু করলেন?
শেন ওয়াটসন: মাঠে আমাদের যেসব খাবার দেওয়া হচ্ছে, তা কিন্তু বেশ ভালো! (হাসি)...আসলে পরে ব্যাটিং করা সব সময়ই সহজ। যদিও শুরুতে অনেক গরমে বোলিং করতে হয়েছে। কিন্তু পরে ব্যাটিং করলে জানা থাকে যে আমাকে আর বোলিং করতে হবে না, পরে আর বেশি শক্তি ক্ষয় করতে হবে না। ওয়ানডেতে তাই পরের ব্যাটিং করতেই আমার বেশি ভালো লাগে। আজ (গতকাল) আমার চাওয়া মিলে গেছে।
নিজের ইনিংসটা নিয়ে কী বলবেন?
ওয়াটসন: কিছু কিছু দিন থাকে যেদিন সবকিছুই মাঝ ব্যাটে লাগে, মিস-হিটগুলো গ্যাপে যায়, ক্যাচ ড্রপ হয়। দিনটিই ছিল আমার তেমন একটা দিন। একটা পর্যায়ে ক্লান্ত হয়ে পড়েছিলাম, প্রচণ্ড গরম ছিল। আমি চাইছিলাম
যাতে বেশি দৌড়াতে না হয়। শটগুলো মাঝ ব্যাটে লাগায় তাই দারুণ হয়েছে, আমাকে বেশি দৌড়াতে হয়নি!
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তো আপনি দুইয়ে, কিন্তু এক নম্বরকে (সাকিব) তো হারিয়ে দিলেন!
ওয়াটসন: দেখুন, কারও সঙ্গেই আমি নিজেকে তুলনা করি না। কে আমার চেয়ে ভালো বা র্যাঙ্কিংয়ে কে ওপরে এসব নিয়ে আমি মোটেও ভাবি না। আমার সব সময় লক্ষ্য থাকে নিজের সম্ভব সর্বোচ্চটা দেওয়া, অন্যদের নিয়ে আমি মোটেও চিন্তিত নই।
হেইডেনের রেকর্ড ভাঙার চিন্তাটা কি মাথায় ছিল? কিংবা ডাবল সেঞ্চুরি?
ওয়াটসন: সত্যি বলতে আমি এখনো জানি না রেকর্ডটা কী, হেইডেন কত বল খেলেছিল। আমি কখনোই রেকর্ডের জন্য খেলি না। নিজের সামর্থ্যের ওপর আস্থা রেখে খেলার চেষ্টা করি, এদিনের মতো যেদিন কাজে লেগে যায়, খুব ভালো লাগে। রেকর্ড ভাঙা-গড়ার চিন্তা কখনোই মাথায় থাকে না।
অস্ট্রেলিয়ার হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন, এটা তো জানতেন?
ওয়াটসন: মাঠ ছাড়ার সময় মনে হয়েছিল, আমি হয়তো হেইডেনের রেকর্ডের ধারেকাছে আছি। কারণ হেইডেন যে ম্যাচে রেকর্ড করেছিল, ওই ম্যাচে আমিও ছিলাম। ৬০ রান করেছিলাম। কিন্তু ওই পর্যন্তই। রেকর্ড আমাকে ভাবায় না।
সেঞ্চুরির পর মনে হলো আরও বেশি বিধ্বংসী হয়ে গেলেন?
ওয়াটসন: কারণ গরমে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, চাইছিলাম না বেশি দৌড়াতে। চেষ্টা করছিলাম, যত বেশি সম্ভব ছয় মারা যায়, ব্যস এটুকুই।
বাংলাদেশের বিপক্ষে জেসন গিলেস্পির ডাবল সেঞ্চুরি আছে, এবার আপনার ইনিংস...
ওয়াটসন: গিলেস্পির ইনিংসটা আসলেই অদ্ভুত, এখনো নিজের নাম বলে ডিজ্জি-২০১! বাংলাদেশে এটাই আমার প্রথম সফর। নতুন দেশে, নতুন মানুষদের নিজেকে চেনাতে পেরে ভালো লাগছে। দারুণ একটি দিনের সঙ্গে এটা আমার জন্য বোনাস!
টানা দুই ম্যাচে অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক, সহ-অধিনায়ক সেঞ্চুরি করলেন। এই যুগের শুরুটা তো দারুণ হলো?
ওয়াটসন: একদম ঠিক, এখন পর্যন্ত সবকিছু দুর্দান্ত হয়েছে। প্রথম দুই ম্যাচে মাইকেল দারুণ করেছে। ফিল্ড প্লেসিংসহ সবকিছুতে ওকে খুব সাবলীল লাগে। ও সহজাত নেতা। প্রথম ম্যাচে প্রচণ্ড গরমে ও যেভাবে ব্যাটিং করেছে, সেটা অসাধারণ। এখন পর্যন্ত সবকিছুই দারুণ, এখন এটা চলতে থাকলেই হয়!
বাংলাদেশের বোলিংও তো ভালো হয়নি, আপনি সবগুলো ছক্কাই মেরেছেন অন সাইডে...
ওয়াটসন: আমি কিছু কিছু ছয় মেরেছি যেগুলো আসলে লেগ সাইডে ছিল না। কিন্তু এমন লেন্থে ছিল যে আমি লেগে মারতে পেরেছি। তা ছাড়া আমি শুরু থেকে মাঠের ছোট দিকটা টার্গেট করছিলাম। এ জন্যই অফস্টাম্পে এসে লেগে মারছিলাম।
পাঠকের মন্তব্য
২০১১.০৪.১২ ০৪:১৬
I want to know why should any test playing country play Bangladesh?
sarthak
২০১১.০৪.১২ ০৪:২৪
'মাথাটাই গরম হয়ে গিয়েছিল ওয়াটসনের। আইসব্যাগও ঠান্ডা করতে পারেনি। ঝাল মিটিয়েছেন বোলারদের ওপর' - দারুণ ।
salman
২০১১.০৪.১২ ০৭:৪৪
should improve our first division cric....otherwise cric team will be as usual ...
MEHEDI HASAN
২০১১.০৪.১২ ০৭:৫৭
দৌড়াতে ভালো লাগছিলনা আমাদের কে বলতে পারতেন। একটা রানার দিয়ে দিতাম। তাই বলে এভাবে মারবেন। আমাদের বুঝি লজ্জা করেনা।
Salma Sultana
২০১১.০৪.১২ ০৮:৫৫
অস্ট্রেলিয়ানরা প্রতিপক্ষের ব্যাপারে নির্ভার থাকে। খেলাকে তারা পরিবেশন করেন বিনোদন হিসাবে। ওয়াটসন এবার তাই করলো।
News Source http://www.prothom-alo.com/detail/date/2011-04-12/news/146136
0 comments:
Post a Comment
Thanks For Comment Pediabd Group Web Site. Every Day update News from get PediaBD News. And Update Picture Update All Web Site Visit http://www.yahoobest.com/ or
http://www.pediabd.com/