শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সংবিধান নেই বলে বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া চিত্কার করছেন কিন্তু সংবিধানমতোই দেশ চলছে। বরং তাঁর স্বামী জিয়াউর রহমানই সংবিধান লঙ্ঘন করে সামরিক শাসন জারি করে ক্ষমতা দখল করেছিলেন।’ আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজমাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্য তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ কোরআন-সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করেনি। যাঁরা এমনটা বলছেন, তাঁরা মিথ্যা বলছেন। আওয়ামী লীগ মা-বোনদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য নারী অধিকার নীতিমালা করেছে। বিরোধীদলীয় নেত্রী এই নীতিমালা নিয়ে নানা কথা বলছেন।’
প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘ক্ষমতায় থেকে লুটপাট ও দুর্নীতি করে আপনি ও আপনার পুত্র কালো টাকা সাদা করেছেন, ক্ষমতা হারিয়ে এখন আপনার মাথা এলোমেলো হয়ে গেছে।’
শেখ হাসিনা বলেন, ‘ক্ষমতায় নেই, দুর্নীতি করতে পারছেন না, এ জন্যই তিনি আবোল-তাবোল কথা বলছেন।’ ৩০ মিনিটব্যাপী দেওয়া বক্তব্যে তিনি বলেন, ১৯৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত আওয়ামী লীগ সরকার চালের দাম ১০ টাকা কেজি রেখে গিয়েছিল। সেই চাল আপনাদের সময় কেন ৪০ টাকা হলো। জনগণের কাছে এর জবাব বিএনপিকে দিতে হবে।
শেখ হাসিনা আরও বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন কৃষক-শ্রমিকবিরোধী কাজ করে। আর আওয়ামী লীগ জনগণের দল। তারা যখন ক্ষমতায় আসে, তখন তারা জনগণের জন্য কাজ করে। কৃষকের ঘরে ঘরে সার পৌঁছে দেয়। বন্ধ কারখানা খুলে দিয়ে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ যাতে ক্ষুধায় কষ্ট না পায়, তার জন্য ইতিমধ্যেই আমরা বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছি।’
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ওই জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুল লতিফ বিশ্বাস, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম ও বেশ কয়েকজন সাংসদ।
News Sours http://www.prothom-alo.com/detail/date/2011-04-09/news/145440
0 comments:
Post a Comment
Thanks For Comment Pediabd Group Web Site. Every Day update News from get PediaBD News. And Update Picture Update All Web Site Visit http://www.yahoobest.com/ or
http://www.pediabd.com/