
ভারতকে বিশ্বকাপ শিরোপা জয়ের স্বাদ দিয়ে কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ওপেনার গ্যারি কারস্টেন। এখন জোর তালে তাঁর উত্তরসূরি খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, তাদের পছন্দের কোচের তালিকায় ডানকান ফ্লেচারের সঙ্গে বেশ ওপরের দিকেই আছে অ্যান্ডি ফ্লাওয়ারের নাম। প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে ফ্লাওয়ারকে তিন বছরের নতুন একটি চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। টেলিগ্রাফ স্পোর্টস অনুমান করছে, এই মাসের শেষের দিকে ফ্লাওয়ার, ইংল্যান্ড ক্রিকেট দলের ব্যবস্থাপনা পরিচালক হিউজ মরিসের সঙ্গে সাক্ষাতের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। তিনি হয়তো তাঁর দীর্ঘমেয়াদি ভবিষ্যত্ পরিকল্পনা, ইংল্যান্ড ক্রিকেটের সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপ-আলোচনা করবেন।’
ইংল্যান্ডের ব্যর্থ বিশ্বকাপ মিশনের পর থেকে ছুটিতে আছেন অ্যান্ডি ফ্লাওয়ার। এখনো তাঁর কাছ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য শোনা যায়নি। তবে অ্যাশেজ সিরিজের পর তিনি বলেছিলেন, ‘ব্যক্তিগতভাবে আমি এখানে আর কয়েক মাসের বেশি কিছু ভাবছি না।’ পিটিআই।
0 comments:
Post a Comment
Thanks For Comment Pediabd Group Web Site. Every Day update News from get PediaBD News. And Update Picture Update All Web Site Visit http://www.yahoobest.com/ or
http://www.pediabd.com/