ভালই খেলছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু তামিম ইকবাল ৬২ রানে আউট হওয়ার পর সাকিবও সাজঘরে ফিরলেন। তার সংগ্রহ ৫১। তবে আজ সাকিব তিন হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন।
সাকিবকে সঙ্গে নিয়ে একটি ভালো জুটি গড়েছিলেন তামিম ইকবাল। ব্যক্তিগত সংগ্রহও নিয়ে গিয়েছিলেন ৬২ রানে। কিন্তু অপ্রয়োজনীয় একটি শট খেলে ডোহার্টির বলে স্মিথের ক্যাচে পরিণত হয়ে সাজঘরের পথ ধরেছেন তিনি। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৪৭ ওভারে ৫ উইকেটে ১৮৪ রান। এখন মুশফিকুর রহিম ২৮ ও মাহমুদুল্লাহ ১৯ রানে নিয়ে খেলছেন।
এর আগে অস্ট্রেলিয়ায় ২৭০ রান তাড়া করতে নেমে প্রথমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৮ ও ৯ রানে আউট হন ইমরুল ও শাহরিয়ার নাফীস। রকিবুল এসে কিছুটা ঠেকা দেওয়ার চেষ্টা করলেন তামিম ইকবালের সঙ্গী হয়ে। কিন্তু দু’দিন আগেই ফতুল্লার রকিবুল আর আজকের রকিবুলের মধ্যে দেখা গেল বিস্তর ব্যবধান। বাংলাদেশের ব্যাটসম্যানদের অধারাবাহিকতার আরো একটি বড় নমুনা হয়ে ২২ বল খেলে ৭ রান করে হেস্টিংসের বলে ওয়াটসনের হাতে ধরা পড়ে নিলেন বিদায়।
অস্ট্রেলিয়ার পক্ষে লি, জনসন, হেস্টিংস ও ডোহার্টি প্রত্যেকেই একটি করে উইকেট দখল করেছেন।
News Sours http://www.prothom-alo.com/detail/date/2011-04-09/news/145434
সাকিবকে সঙ্গে নিয়ে একটি ভালো জুটি গড়েছিলেন তামিম ইকবাল। ব্যক্তিগত সংগ্রহও নিয়ে গিয়েছিলেন ৬২ রানে। কিন্তু অপ্রয়োজনীয় একটি শট খেলে ডোহার্টির বলে স্মিথের ক্যাচে পরিণত হয়ে সাজঘরের পথ ধরেছেন তিনি। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৪৭ ওভারে ৫ উইকেটে ১৮৪ রান। এখন মুশফিকুর রহিম ২৮ ও মাহমুদুল্লাহ ১৯ রানে নিয়ে খেলছেন।
এর আগে অস্ট্রেলিয়ায় ২৭০ রান তাড়া করতে নেমে প্রথমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৮ ও ৯ রানে আউট হন ইমরুল ও শাহরিয়ার নাফীস। রকিবুল এসে কিছুটা ঠেকা দেওয়ার চেষ্টা করলেন তামিম ইকবালের সঙ্গী হয়ে। কিন্তু দু’দিন আগেই ফতুল্লার রকিবুল আর আজকের রকিবুলের মধ্যে দেখা গেল বিস্তর ব্যবধান। বাংলাদেশের ব্যাটসম্যানদের অধারাবাহিকতার আরো একটি বড় নমুনা হয়ে ২২ বল খেলে ৭ রান করে হেস্টিংসের বলে ওয়াটসনের হাতে ধরা পড়ে নিলেন বিদায়।
অস্ট্রেলিয়ার পক্ষে লি, জনসন, হেস্টিংস ও ডোহার্টি প্রত্যেকেই একটি করে উইকেট দখল করেছেন।
News Sours http://www.prothom-alo.com/detail/date/2011-04-09/news/145434


4:39 AM
Pedia For Bangladesh
0 comments:
Post a Comment
Thanks For Comment Pediabd Group Web Site. Every Day update News from get PediaBD News. And Update Picture Update All Web Site Visit http://www.yahoobest.com/ or
http://www.pediabd.com/