মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেরানীগঞ্জে বিএনপি ও ছাত্রদলের সম্মেলন পুরোপুরি শান্তিপূর্ণ ছিল। সম্মেলন করা একটি গণতান্ত্রিক অধিকার। কিন্তু পুলিশ ও ছাত্রলীগ সেখানে যে ভূমিকা রেখেছে, তাতে গণতন্ত্র বিপন্ন হয়েছে। সরকারের পূর্বপরিকল্পনা অনুযায়ী এই হামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। আজ শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, পুঁজিবাজারে অস্থিরতার মাধ্যমে সাধারণ মানুষের যে ক্ষতি হয়েছে, তার সঙ্গে সরকারি দলের প্রভাবশালী ব্যক্তিরা জড়িত। কিন্তু যাঁরা জড়িত তাঁদের পরিচয় যদি মানুষের সামনে আনা না হয়, তাহলে এ রকম ঘটনা আরও ঘটবে। শেয়ারবাজার কেলেঙ্কারির তদন্ত প্রতিবেদন প্রকাশ না করে সরকার দোষী ব্যক্তিদের বাঁচিয়ে দেওয়ার পাঁয়তারা করছে বলে তিনি অভিযোগ করেন। তিনি এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
লিমনকে নির্যাতনের ঘটনার ব্যাপারে মির্জা ফখরুল বলেন, উচ্চ আদালত বারবার বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতন বন্ধ করার কথা বলেছে। কিন্তু তা বন্ধ হচ্ছে না, বরং বেড়েই চলেছে। তিনি বলেন, ‘বিএনপি আশা করে, এর সুষ্ঠু তদন্ত হবে। এ ঘটনায় র্যাবের সদস্যরা জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।’
ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, অর্থসম্পাদক আবদুস সালাম উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার কেরানীগঞ্জে ছাত্রদলের সম্মেলনস্থলে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালান। এতে প্রায় ৩০ জন আহত হন। সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ বিএনপি ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।
News Sours http://www.prothom-alo.com/detail/date/2011-04-09/news/145443


8:38 AM
Pedia For Bangladesh

0 comments:
Post a Comment
Thanks For Comment Pediabd Group Web Site. Every Day update News from get PediaBD News. And Update Picture Update All Web Site Visit http://www.yahoobest.com/ or
http://www.pediabd.com/