কাল রোববার থেকে আদমশুমারি ও গৃহগণনা ২০১১-এর পরবর্তী যাচাইয়ের (পোস্ট ইনিউমারেশন চেক-পিইসি) কাজ শুরু হচ্ছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) দেশের ২৮০টি এলাকায় এই যাচাইয়ের কাজ করবে। যাচাই শেষ হবে ১৪ এপ্রিল।
পিইসি শুরুর প্রাক্কালে আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিআইডিএস এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বিআইডিএসের মহাপরিচালক মোস্তফা কে মুজেরী বলেন, ২৮০ জন গণনাকারীর ১৪০ জন গ্রাম এলাকায় এবং ১৪০ জন শহর ও নগর এলাকায় গণনা করবেন। শহরের ১৪০ জনের মধ্যে থানা এলাকায় ২০ জন, মিউনিসিপ্যালটি এলাকায় ৬০ জন এবং সিটি করপোরেশন এলাকায় ৬০ জন গণনা করবেন। প্রত্যেক গণনাকারী ১২০টি পরিবারে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। ৫০ জন সুপারভাইজার ও ১৪ সমন্বয়কারী তাঁদের কাজ তদারক ও সমন্বয় করবেন। তিনি জানান, পাঁচ দিনের গণনা শেষে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে সময় লাগবে প্রায় তিন মাস।
গত মাসের ১৫ থেকে ১৯ তারিখ দেশব্যাপী আদমশুমারি ও গৃহগণনার কাজ হয়। ওই পাঁচ দিনে বাংলাদেশের প্রতিটি মানুষ ও গৃহ গণনা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মূল শুমারিতে প্রধানত দুই ধরনের ভুল হয়। প্রথমত, অনেকে গণনা থেকে বাদ পড়ে। দ্বিতীয়ত, তথ্য সংগ্রহের সময় কিছু ভুল হয়। এসব ভুল-ত্রুটির পরিমাণ কমিয়ে আনার লক্ষ্যে পিসি করা হচ্ছে। এটি একটি স্বীকৃত পদ্ধতি। বিআইডিএস পিইসির মাধ্যমে যে তথ্য পাবে, তা মূল শুমারির তথ্যের সঙ্গে সমন্বয় করা হবে।
News Sours http://www.prothom-alo.com/detail/date/2011-04-09/news/145483
পিইসি শুরুর প্রাক্কালে আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিআইডিএস এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বিআইডিএসের মহাপরিচালক মোস্তফা কে মুজেরী বলেন, ২৮০ জন গণনাকারীর ১৪০ জন গ্রাম এলাকায় এবং ১৪০ জন শহর ও নগর এলাকায় গণনা করবেন। শহরের ১৪০ জনের মধ্যে থানা এলাকায় ২০ জন, মিউনিসিপ্যালটি এলাকায় ৬০ জন এবং সিটি করপোরেশন এলাকায় ৬০ জন গণনা করবেন। প্রত্যেক গণনাকারী ১২০টি পরিবারে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। ৫০ জন সুপারভাইজার ও ১৪ সমন্বয়কারী তাঁদের কাজ তদারক ও সমন্বয় করবেন। তিনি জানান, পাঁচ দিনের গণনা শেষে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে সময় লাগবে প্রায় তিন মাস।
গত মাসের ১৫ থেকে ১৯ তারিখ দেশব্যাপী আদমশুমারি ও গৃহগণনার কাজ হয়। ওই পাঁচ দিনে বাংলাদেশের প্রতিটি মানুষ ও গৃহ গণনা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মূল শুমারিতে প্রধানত দুই ধরনের ভুল হয়। প্রথমত, অনেকে গণনা থেকে বাদ পড়ে। দ্বিতীয়ত, তথ্য সংগ্রহের সময় কিছু ভুল হয়। এসব ভুল-ত্রুটির পরিমাণ কমিয়ে আনার লক্ষ্যে পিসি করা হচ্ছে। এটি একটি স্বীকৃত পদ্ধতি। বিআইডিএস পিইসির মাধ্যমে যে তথ্য পাবে, তা মূল শুমারির তথ্যের সঙ্গে সমন্বয় করা হবে।
News Sours http://www.prothom-alo.com/detail/date/2011-04-09/news/145483


8:37 AM
Pedia For Bangladesh
0 comments:
Post a Comment
Thanks For Comment Pediabd Group Web Site. Every Day update News from get PediaBD News. And Update Picture Update All Web Site Visit http://www.yahoobest.com/ or
http://www.pediabd.com/