
আইপিএলের টাকার হাতছানি, টি-টোয়েন্টি ক্রিকেটের জমজমাট উত্তেজনা নাকি দেশের জন্য খেলার অ্যাডাম গিলক্রিস্ট গৌরব—কোনটাকে অগ্রাধিকার দেওয়া উচিত, এ প্রশ্নেই এখন তোলপাড় হচ্ছে ক্রিকেট অঙ্গন। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে অভিমান করে আইপিএলটাকেই বেছে নিয়েছেন উইন্ডিজ ওপেনার ক্রিস গেইল। গতকাল শ্রীলঙ্কান পেসার লাথিস মালিঙ্গাও অবসর নিয়ে ফেলেছেন টেস্ট ক্রিকেট থেকে। টেস্টে বল করার মতো শারীরিক সামর্থ্য নেই, এমন যুক্তি দেখালেও, এর পেছনে যে আইপিএল বনাম শ্রীলঙ্কার ঠান্ডা লড়াইটাও একটা বড় ভূমিকা পালন করেছে, সে কথা অস্বীকার করা যাবে না। তবে অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট অবশ্য আইপিএলের আগে অগ্রাধিকার দিতে চান দেশকেই।
আইপিএলের দ্বিতীয় আসরে ডেকান চার্জার্সের অধিনায়ক হিসেবে...